Tripura Politics: ত্রিপুরায় ভোট প্রচারে তৃণমূলের নয়া অস্ত্র ‘ত্রিপুরা ফাইলস’

Last Updated:

পরিকাঠামো থেকে চাকরি, আইন শৃঙ্খলা থেকে বেহাল স্বাস্থ্য তুলে ধরা হচ্ছে এই ডিজিটাল প্রচারে ৷

ত্রিপুরায় ভোট প্রচারে তৃণমূলের নয়া অস্ত্র ‘ত্রিপুরা ফাইলস’
ত্রিপুরায় ভোট প্রচারে তৃণমূলের নয়া অস্ত্র ‘ত্রিপুরা ফাইলস’
আবীর ঘোষাল, কলকাতা: ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে ডিজিটাল প্রচারেও জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই ডিজিটাল মাধ্যমে এবার ‘ত্রিপুরা ফাইলস’ (Tripura Files) রিলিজ করল তৃণমূল কংগ্রেস (Tripura Politics)।
দায়িত্বপ্রাপ্ত দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘স্বাধীনতা আন্দোলনের পর থেকে ত্রিপুরার জনগণের দুর্ভোগকে তুলে ধরতে আমরা ত্রিপুরা ফাইলস নামে একটি ডিজিটাল প্রচারও শুরু করছি। ইতিমধ্যেই প্রথম পর্ব শুরু হচ্ছে। প্রতিদিন, আমরা এগিয়ে আসব এবং স্থানীয়দের মুখোমুখি সমস্যাগুলি উত্থাপন করব। এটি নির্বাচনী প্রচার নয়, রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ।’’
advertisement
advertisement
তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন,  শুধুমাত্র অন্য দলগুলিকে দুর্বল করতে চায় ৷ কিন্তু তৃণমূলই একমাত্র দল যারা বিজেপিকে পরাজিত করতে সক্ষম এবং আমরা তা দেখেছি ২০২১ সালের বাংলা নির্বাচনে। কংগ্রেস এবং বামফ্রন্ট ২০২১ সালে বাংলায় বিজেপিকে শক্তিশালী করেছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, কংগ্রেস ক্রমাগত মাটি হারিয়েছে। পঞ্জাবে তৃণমূল কংগ্রেস ছিল না। সেখানে একটি আঞ্চলিক দলের কাছে দল হেরে গেল কেন? উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে কংগ্রেস দুর্বল কেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে তিনি ৩৪ বছরের সিপিআই(এম)-এর অপশাসনের বিরুদ্ধে লড়তে পারেন এবং বিজেপিকেও আটকাতে পারেন।
advertisement
অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের প্রচারে আসবেন ৷ উপনির্বাচনের সময় প্রচার চালাবেন, এমনকি তারকা প্রচারকদের তালিকাও প্রকাশ করবে দল। টাউন বড়দোয়ালীতে প্রার্থীর নাম পরিবর্তন করা হয়েছিল কারণ আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কমপক্ষে দু’জন মহিলা প্রার্থী দিতে চেয়েছিলাম। এটি কোনও বড় বিষয় নয়। অতীতে আরও অনেক রাজনৈতিক দল এরকম সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য দলগুলি প্রায়শই বাংলার মডেল থেকে অনুকরণ করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ, আমরা কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসেছি এবং এর পরেই বিজেপি সরকার অসফল প্রকল্প নিয়ে এসেছিল — “বেটি বাঁচাও, বেটি পড়াও”।
advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘গত নির্বাচনের সময় আমাদের ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে এবং আমাদের নেতাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। তবে আমাদের লড়াই মাঠে আছে এবং থাকবে। আমরা মার খাব কিন্তু এই রাজনৈতিক লড়াই থেকে পিছপা হব না। ’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: ত্রিপুরায় ভোট প্রচারে তৃণমূলের নয়া অস্ত্র ‘ত্রিপুরা ফাইলস’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement