Tripura Politics: সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় ত্রিপুরা, বদ্ধপরিকর বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার

Last Updated:

লোকসভা ভোটকে সামনে রেখে জোর প্রচার ত্রিপুরার একাধিক জেলায়। 

সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় ত্রিপুরা, বদ্ধপরিকর বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার
সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় ত্রিপুরা, বদ্ধপরিকর বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার
আগরতলা: ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় খুবই আন্তরিক বর্তমান সরকার। সকলের মধ্যেই ঈশ্বর বিরাজমান রয়েছেন, উপনির্বাচন মিটতেই বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় খুবই আন্তরিক। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলের আবহকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
বিগত ৫ বছরের অধিক সময় ধরে এই কাজ করছে সরকার। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার গকুলনগরের উত্তমভক্ত চৌমুহনী এলাকায় থাকা গোরক্ষনাথ মন্দিরে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের পুণ্য তিথিতে আয়োজিত এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত সকলকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
advertisement
উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই ভারতের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে আধ্যাত্মিকতার যোগসূত্র রয়েছে। আধ্যাত্মিকতার সংস্পর্শেই সুন্দর ও সুস্থ চেতনার বিকাশ ঘটে। এই পথই মানব সমাজের মঙ্গলের পথ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে সবার। সব জায়গাতেই ঈশ্বর বিরাজমান রয়েছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর – এই বিশ্বাসেই জীবনের সমস্ত ক্ষেত্রে এগিয়ে চলছে মানুষ।
advertisement
রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় খুবই আন্তরিক এই সরকার। রাজ্যের ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলছে। বছরে ১২ মাসে তেরো পার্বণ হয়ে থাকে। এর মধ্যে জন্মাষ্টমীও একটা অন্যতম। ২০১৮ সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর উৎসবের চিত্রটাও বদলে যায়। কারণ এই সরকার মানুষের ধর্মীয় ভাবাবেগকে সম্মান দিতে জানে। সেই দিশা নিয়েই কাজ করছে সরকার। এর পাশাপাশি রাজ্যে রক্তদানের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।
advertisement
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন গুরু গোরক্ষনাথ আশ্রমে পুজো দেন এবং রাজ্যবাসীর মঙ্গলকামনায় পূণ্য যজ্ঞে অংশ নেন। এদিকে সোনামুড়া মহকুমার গরুরবান্দ স্কুলটিলায় পাগলি মাসীর ১৩তম বাৎসরিক উৎসবে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় ত্রিপুরা, বদ্ধপরিকর বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement