Saayoni Ghosh: ত্রিপুরায় তৃণমূল নেতাদের হোটেলে পুলিশি-হানা, আটক করা হবে সায়নী ঘোষকে?

Last Updated:

Saayoni Ghosh: সায়নী ঘোষের সন্ধানে হোটেল 'ঘেরাও', গাড়ি নিয়ে মারাত্মক অভিযোগ ত্রিপুরা পুলিশের

সায়নী ঘোষকে আটক করতে পুলিশি হানা
সায়নী ঘোষকে আটক করতে পুলিশি হানা
#আগরতলা: আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট (Tripura Civic Polls)৷ ভোট প্রচারে অংশ নিতে ইতিমধ্যেই তৃণমূলের তরফে ত্রিপুরায় গিয়েছেন বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, সায়নী ঘোষরা (Saayoni Ghosh)৷ আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব রীতিমতো ঘাঁটি গেড়েছেন আগরতলায়। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা-নেত্রীদের উপর হামলা, প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁদের আটকে দেওয়ার অভিযোগ উঠছে নিত্যদিন। এই পরিস্থিতিতে এবার সায়নী ঘোষকে 'খুঁজতে' আগরতলার হোটেলে হানা দিল পুলিশ।
ত্রিপুরা পুলিশের দাবি, শনিবার রাতে সায়নী ঘোষের গাড়ির ধাক্কায় একজন আহত হয়েছেন। সেই সূত্রেই তাঁকে খুঁজতে হোটেলে হাজির হয় পুলিশ। সায়নী সহ বাকি তৃণমূল নেতারা সেখানেই পুলিশের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে সমস্যা মেটেনি। তৃণমূল সূত্রে খবর, প্রত্যেক নেতাই থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
বিগত কয়েকদিনে উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরার পরিস্থিতি। গতকালই আগরতলা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগরে তৃণমূল প্রার্থী পান্না দেবের হয়ে প্রচারে করছিলেন ফিরহাদ হাকিম ও বাবুল সুপ্রিয়। তৃণমূলের সভা চলাকালীন তাদের মঞ্চের মাইক ও আলো বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। অথচ ওই সভার পাশেই বিজেপির সভায় আলো, মাইক সবই ছিল। শুধু তাই নয়, আগরতলা পুরসভায় দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পান্না দেবকেও আক্রমণ করার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ আক্রান্ত তৃণমূল প্রার্থী হাসপাতালে ভর্তি।
advertisement
advertisement
বিজেপি কর্মীরা বাবুল সুপ্রিয় এবং ফিরহাদ হাকিমর উপরও হামলা করে বলে অভিযোগ। তাঁরা সেই সভা থেকে বেরোতে চাইলেও তাঁদের ঘিরে ধরা হয় বলে অভিযোগ। তৃণমূলের সভামঞ্চও ভেঙে দেওয়া হয়৷ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করেছেন, ''এই ভাবে অশান্তিতে প্ররোচনা দেওয়াটা অত্যন্ত অন্যায়৷ আমি পুলিশকে পাঁচ মিনিট সময় দিয়ে বলেছিলাম বিজেপি সমর্থকদের ওই জায়গা থেকে সরিয়ে দিতে৷ কিন্তু তারা তা করেনি। আমাদের মহিলা প্রার্থীর গায়েও হাত দেওয়া হচ্ছে৷' যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি৷ বিজেপি নেতা নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'ওখানে আগে থেকেই বিদ্যুতের সমস্যা ছিল, তার কাজও চলছিল৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ আর কাউকে ঘেরাও করাটা তো রাজনীতিরই অঙ্গ৷' সেই ঘটনার রেশ মিটতে-মিটতেই এবার সায়নী ঘোষকে খুঁজতে হোটেলে হানা দিল পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Saayoni Ghosh: ত্রিপুরায় তৃণমূল নেতাদের হোটেলে পুলিশি-হানা, আটক করা হবে সায়নী ঘোষকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement