PM Modi-Manik Saha: ত্রিপুরার উন্নয়নে ‘হিরা প্লাস মডেল’-এ কাজ করার জন্য মানিক সাহার প্রশংসা মোদির

Last Updated:

পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখেই ঢালাও প্রচারে নেমেছে বিজেপি। 

আগরতলা: ত্রিপুরার সার্বিক উন্নয়নে হিরা প্লাস (HIRA +) মডেলে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী  বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মার সমর্থনে  আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুবিশাল সমাবেশে জনতার উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমাদের সরকার ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য হিরা (HIRA) মডেল বাস্তবায়ন করেছে। আর একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ শুধু এখানে নয়, সারা দেশে মানুষ হিরা মডেলের কথা বলছেন। হিরা মানে হাইওয়ে (জাতীয় সড়ক), ইন্টারনেট ওয়ে (ইন্টারনেট পরিষেবা), রেলওয়ে (রেল যোগাযোগ) এবং এয়ারওয়ে (বিমান পরিষেবা)। আমি এই প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। বর্তমানে ত্রিপুরায় একটি চার লেনের হাইওয়ে নির্মাণের প্রক্রিয়া চলছে।’’
advertisement
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘‘ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি করার লক্ষ্যে কাজ চলছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা ত্রিপুরাকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার জন্য মৈত্রী সেতু উদ্বোধন করেছি এবং এখন ত্রিপুরা ফাইভ জি (5G) এর মতো উন্নত পরিষেবা পেতে যাচ্ছে।  রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের সরকার এমবিবি বিমানবন্দরে একটি নতুন আধুনিক টার্মিনাল তৈরি করেছে এবং মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকার হিরা প্লাস মডেলের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নের জন্য আরও পদক্ষেপ নিচ্ছে।’’
advertisement
রাজ্যের বিধানসভা ভোটেও এই ইস্যুতে ব্যাপক প্রচার চালিয়েছিল বিজেপি শিবির ৷ লাগাতার পরিকাঠামো উন্নয়নের বিষয়কে সামনে রেখে তারা প্রচারে জোর দিয়েছিল। সেই একই ইস্যুকে সামনে রেখেই ফের লোকসভা ভোটে লড়াই চালাচ্ছে ত্রিপুরার শাসক দল। HIRA তাদের প্রচারে অস্ত্র।
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi-Manik Saha: ত্রিপুরার উন্নয়নে ‘হিরা প্লাস মডেল’-এ কাজ করার জন্য মানিক সাহার প্রশংসা মোদির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement