হোম /খবর /দেশ /
ফাটল বিরোধী এজেন্টের মাথা, ত্রিপুরার পুরভোটে বাদ গেল না পোষ্য কুকুরের পা'ও!

Tripura Municipal Election 2021: ফাটল বিরোধী এজেন্টের মাথা, ত্রিপুরার পুরভোটে বাদ গেল না পোষ্য কুকুরের পা'ও!

বিজেপি-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ

বিজেপি-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ

Tripura Municipal Election 2021: ত্রিপুরার পুরভোটে অশান্তির জন্য অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির শাসক দল বিজেপি-র দিকে।

  • Last Updated :
  • Share this:

#আগরতলা: তৃণমূল-বিজেপি সংঘাতের আবহেই ত্রিপুরা পুরসভা নির্বাচনের (Tripura Municipal Election 2021) ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে। আগরতলা পুরনিগম -সহ ত্রিপুরার মোট ১৩টি পুর অঞ্চলের ৬৪৪টি বুথে চলছে ভোট গ্রহণ। কিন্তু বিরোধীদের আশঙ্কা সত্যি করে সকাল থেকেই নানা জায়গায় শুরু হয়েছে অশান্তি। আর অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির শাসক দল বিজেপি-র দিকে।

ইতিমধ্যেই আমবাসায় আক্রান্ত হয়েছেন বিরোধী প্রার্থী। ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিমি মজুমদারের অনুগত যুব মোর্চার মণ্ডল সভাপতি দেবব্রত বিশ্বাস, রামু সরকারের নেতৃত্বে একদল বাইক বাহিনী গুন্ডা ৩৮ নং পৌরনিগম ওয়ার্ড নির্বাচনী এলাকায় DYFI ডুকলি বিভাগ কমিটির সদস্য এবং CPIM বাধারঘাট অঞ্চল কমিটির সদস্য নব কুমার সাহার বাড়িতে হামলা করে বলে অভিযোগ।

৩৮ নং ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকায় পুলিশের টহলদারী থাকা সত্বেও এলাকাবাসী এগিয়ে আসলে তারা ভয়ে পালিয়ে যায়। এদিকে ৪৭ নং ওয়ার্ড এলাকায় চৌরঙ্গী যাদব মজুমদার পাড়ায় যাদব মজুমদারের আত্মীয় দূর সম্পর্কে বিজেপি বিধায়িকা মিমি মজুমদারের আত্মীয় এডি নগর অঞ্চল কমিটির সদস্য অনুপম মজুমদার, দেবব্রত বিশ্বাসের বাড়িতে হামলা হয়, এবং তার বাড়ির পোষা কুকুরের পা পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: প্রার্থী-এজেন্টরা আক্রান্ত, তবু ত্রিপুরায় মাটি কামড়ে তৃণমূল! আগরতলায় আসবে জয়?

এদিকে, আগরতলায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, বুধবার রাতে তাঁর বাড়িতে বিজেপি-র বাইকবাহিনী এসে বলে, ''ভোটে লড়ে লাভ নেই''। বাড়ির সামনের দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্যও ধরা পড়েছে।

আরও পড়ুন: 'এটা প্রমাণ সাপেক্ষ', মমতার 'মাস্টারস্ট্রোকে' এখনও বিশ্বাস হচ্ছে না দিলীপ ঘোষের!

আবার, ভোটের দিন আগরতলার একটি বুথে সকালে চলছিল মক পোলিং। সে সময়ই পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। বিজেপি-র আঘাতে তৃণমূলের এক পোলিং এজেন্টের মাথাও ফেটে গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বিরুদ্ধে হামলা চলেছে বলে অভিযোগ। আবার আগরতলার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি-র বাইক বাহিনী এসে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। যদিও প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ত্রিপুরা বিজেপি-র রাজ্য সভাপতি মানিক সাহা বলেন, ''বিজেপি হিংসাকে সমর্থন করে না। কিছু মানুষ বিজেপি-র নামে কুৎসা রটাচ্ছে।''

Published by:Suman Biswas
First published:

Tags: TMC Tripura, Tripura BJP, Tripura Municipal Election