Exclusive: 'আমি মরে যাবো', মানিক সাহার নাম ঘোষণা হতেই রাগে চেয়ার ছুড়ে মারতে গেলেন ত্রিপুরার মন্ত্রী

Last Updated:

বিপ্লব দেবের পদত্যাগের পর এ দিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব৷

মানিক সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷
মানিক সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷
#আগরতলা: মুখ্যমন্ত্রী বদল করেও ত্রিপুরা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা গেল না৷ বরং মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই রাজ্যের এক মন্ত্রীর বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব৷ মানিক সাহােক মুখ্যমন্ত্রী বাছায় রাগে চেয়ার তুলে ছুড়ে মারলেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷ চিৎকার করে তিনি বলতে থাকেন, 'আমি মরে যাবো, এই দল আর করব না৷'
বিপ্লব দেবের পদত্যাগের পর এ দিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব৷ কিন্তু মানিকের নাম ঘোষণা হতেই বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল৷ রামপ্রসাদ বরাবরই মানিক সাহা বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত৷
advertisement
advertisement
নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন দলের দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং বিনোদ তাওরে৷ তাঁদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রামপ্রসাদ৷ যে জায়গায় বৈঠক হচ্ছিল, সেখানেই রাগে চিৎকার করতে থাকেন তিনি৷ সেই সময় কার্যত অপ্রস্তুতির মধ্যে পড়ে যান বিজেপি নেতা এবং বিধায়করা৷ শেষ পর্যন্ত দলের কয়েকজন নেতাই রামপ্রসাদ পালকে বাইরে বের করে নিয়ে আসেন৷ তাতেও শান্ত করা যায়নি রামপ্রসাদকে৷ হাতের কাছে থাকা একটি প্লাস্টিকের চেয়ার তুলে ছুড়ে মারতে যান তিনি৷
advertisement
রাজ্যের আর এক মন্ত্রী সুশান্ত চৌধুরী সতীর্থ মন্ত্রীকে শান্ত করতে যান৷ কিন্তু তাতে কাজের কাজ হয়নি৷ সংবাদমাধ্যমের সামনেই রামপ্রসাদ পাল বলতে থাকেন, 'এই দল আর করব না, আমি মরে যাবো৷'
রামপ্রসাদ পাল বরাবরই মানিক সাহার বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত৷ মানিক সাহাকে বিজেপি-র রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যও চিঠি দিয়েছিলেন তিনি৷ তবে শেষ পর্যন্ত অবশ্য রামপ্রসাদের আপত্তি ধোপে টেকেনি৷ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম সরকারি ভাবে ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা৷ তবে রামপ্রসােদর মতো একজন মন্ত্রী যেভাবে এ দিন প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়েছেন, তাতে বিধানসভা নির্বাচনের এক বছর আগে দায়িত্ব নেওয়া ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর পথ কতটা মসৃণ হবে, সেই প্রশ্ন থাকছেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive: 'আমি মরে যাবো', মানিক সাহার নাম ঘোষণা হতেই রাগে চেয়ার ছুড়ে মারতে গেলেন ত্রিপুরার মন্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement