Tripura Politics: ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি! গেরুয়া সরকার হারাল সমর্থন...বদলাল বিধানসভার অঙ্ক, এবার..

Last Updated:

২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। বাম কংগ্রেস জোট পায় ১৩ আসন।

News18
News18
ত্রিপুরা: মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরা রাজনীতিতেও অঙ্কে বড় রদবদল৷ মহারাষ্ট্রে দীর্ঘ ২০ বছরের শত্রুতা ভুলে একমঞ্চে হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে ও তাঁর তুতো ভাই রাজ ঠাকরে৷ আর এদিকে ত্রিপুরা রাজনীতিতেও এসেছে নতুন ক্লাইম্যাক্স৷ বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করেছে তিপ্রামথা৷ শুক্রবার এই কথা জানিয়ে দিলেন তিপ্রামথা বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা।
রঞ্জিত জানিয়েছেন,প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার সিদ্ধান্ত অনুযায়ীই তিনি এই ঘোষণা করলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিজেপির সাংসদ কৃতী দেববর্মণও ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে।
advertisement
২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। সেই বারের নির্বাচনে বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৩ আসন।
advertisement
নির্বাচন পরবর্তী সময়ে সরকার গড়ার সময় বিজেপির সাথে জোটে আসে তিপ্রামোথা। কিন্তু, তার পরে অনেক কিছু ঘটেছে। রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে উভয়ের মধ্যে। বর্তমানে পরিস্থিতি বেশ তিক্তই। সেই তিক্ততার রেশ ধরেই শনিবার এভাবে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করল তিপ্রামোথা। তবে, এর জেরে সরকার ধরে রাখতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় বিজেপির।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি! গেরুয়া সরকার হারাল সমর্থন...বদলাল বিধানসভার অঙ্ক, এবার..
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement