Tripura News: লক্ষ্য আগামী বছরের নির্বাচন, জাতীয় সড়কের সাতটি প্রকল্প পেল ত্রিপুরা

Last Updated:

নীতিন গড়করি ত্রিপুরার জন্য নতুন ৭টি প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেন ৷  এই জন্য রাজ্যকে ১০,২২২ কোটি টাকা অনুমোদনের কথাও উল্লেখ করেন তিনি।

নীতিন গড়কড়ির সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
নীতিন গড়কড়ির সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
#আগরতলা: রাজ্যের সড়ক নিয়ে বিস্তর অভিযোগ বিরোধীদের। বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েক মাস৷ এই অবস্থায়, ত্রিপুরায় ৭টি নতুন প্রকল্পের জন্য  ১০,২২২ কোটি টাকা অনুমোদন করালেন মুখ্যমন্ত্রী ।
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করির পৌরোহিত্যে ১০ ও ১১ নভেম্বর ২০২২, গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক নির্মাণ কার্যের অগ্ৰগতির উত্তর-পূর্ব রাজ্যগুলির পর্যালোচনা করা হয়৷ এই পর্যালোচনা বৈঠকের পর, নীতিন গড়করি ত্রিপুরার জন্য নতুন ৭টি প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেন ৷  এই জন্য রাজ্যকে ১০,২২২ কোটি টাকা অনুমোদনের কথাও উল্লেখ করেন তিনি।
advertisement
advertisement
অনুমোদিত নতুন সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে -  চুরাইবাড়ি-আগরতলা এন‌এইচ-০৮ (১৭১ কিমি) চার লেন (৩,২৩৩ কোটি টাকা), আগরতলা বাইপাসের পশ্চিম ও পূর্বাঞ্চলীয় অংশ (৩৫ কিমি) (৩,১৬১ কোটি টাকা), খোয়াই-  তেলিয়ামুড়া-অমরপুর-হরিনা এনএইচ ২০৮ (২,৪২১ কোটি টাকা), উদয়পুর-শ্রীমন্তপুর সড়কের চার লেনিং (৩৪ কিমি) (৪৮০ কোটি টাকা)৷
advertisement
চারটি রোপওয়ে প্রকল্প (মহারানি- ছবিমুড়া, উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির, জম্পুই  হিলস, কমলপুরের সুরমাছড়া) (৬৯২ কোটি টাকা), তিনটি রেলওয়ে ওভারহেড ব্রিজ (৩৫ কোটি টাকা) এবং শহরাঞ্চলে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মানে (২০০ কোটি টাকা)।
ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়কে কাজের অগ্ৰগতি নিয়ে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)- কে রাজ্যে চলমান ২৮০ কিলোমিটার জাতীয় সড়কের কাজগুলি ত্বরান্বিত করার নির্দেশ দেন।  এক‌ই সঙ্গে তিনি রাজ্য সরকারকে প্রকল্পের অগ্রগতির স্বার্থে জমি অধিগ্রহণ, বনভূমির ছাড়পত্র, বিদ্যুৎ, জলের লাইনের স্থানান্তর ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: লক্ষ্য আগামী বছরের নির্বাচন, জাতীয় সড়কের সাতটি প্রকল্প পেল ত্রিপুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement