Tripura News: রাজবাড়িকে অস্বীকার করেছে বামেরা, তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Last Updated:

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজবাড়ির সম্পর্ক উল্লেখ করে সংস্কৃতি রক্ষার আবেদন মানিক সাহার ৷

রাজবাড়িকে অস্বীকার করেছে বামেরা, তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
রাজবাড়িকে অস্বীকার করেছে বামেরা, তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
আবীর ঘোষাল, আগরতলা: মানিক্য রাজবংশকে উপেক্ষা করায় সিপিআইএমের তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জনসাধারণের সমর্থন হারিয়েছে বিরোধীরা। এই অবস্থায় ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে, বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যে মানিক্য রাজবংশের অবদান মুছে ফেলার চেষ্টা করেছে সিপিআইএম। তাদের কাজের দরুণ সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগরতলার কুমারীটিলাস্থিত বিটি কলেজ মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের উদ্বোধন করে সিপিআইএমের বিরুদ্ধে এভাবেই সমালোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘রাজন্য আমলের সময়ও বসন্ত উৎসব পালন করা হয়েছিল। জাতি, জনজাতি উভয় অংশের মানুষ এতে অংশ নিয়েছিল। প্রয়াত মহারাজা কর্তৃক রচিত ককবরক গানগুলি উৎসবের সময়ে শোনা হত। যা এখন ইতিহাস এবং আমাদের এই জাতীয় বিষয়গুলি ভুলে যাওয়া উচিত নয়। এই বছর আমরা অনেক জায়গায় হোলি উদযাপন হতে দেখেছি। এই জাতীয় কার্যক্রমের মাধ্যমে আমাদের অবশ্যই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে। আজ এখানে উপস্থিত হয়ে সমাজের সমস্ত বিভিন্ন অংশের মানুষকে একত্রিত হতে দেখে ভাল লাগছে।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় ৭ বার এসেছিলেন এবং মানিক্য রাজবংশের প্রয়াত মহারাজদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক অতিবাহিত করেছেন। তাঁরা তাঁকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মানিত করেছিলেন। তবে পূর্বতন সরকার মানিক্য রাজবংশের ইতিহাস মুছে ফেলার লক্ষ্যে কাজ করেছিল। কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা মানিক্য রাজবংশ এবং জনজাতিদের যথাযথ সম্মান দিয়েছি। এই বছরের বাজেটে আমরা জনজাতিদের বিকাশ এবং রাজ্যের সামগ্রিক অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ করেছি। কারণ কাউকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। ত্রিপুরা সম্পর্কে মানুষকে ভালোভাবে অবহিত করা প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। তিনি দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন।’’
advertisement
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘ইউপিএ সরকারের আমলে চিন ভারতের এলাকা দখল করতে আসে, সংসদে আক্রমণ করা হয়েছিল এবং উত্তর -পূর্বের অবস্থা আরো মারাত্মক ছিল। তবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল। শান্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। আমরা সব ধরণের বিষয়কে সম্বোধন করেছি। আর বিরোধীদের কাছে উত্থাপনের কোনও বাস্তব বিষয় নেই। তাই তারা সর্বদা নেতিবাচক রাজনীতিতে যুক্ত থাকেন। তাদের সময়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং অন্যান্য অপরাধের অসংখ্য মামলা-সহ প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা এখন জনগণের সমর্থন হারিয়েছে এবং মানুষ আর তাদের বক্তব্য গ্রহণ করে না।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: রাজবাড়িকে অস্বীকার করেছে বামেরা, তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement