Dr. Manik Saha on G-20: জি-২০ সাফল্য প্রচারে তুলে ধরতে তৎপর পড়শি রাজ্য, প্রধানমন্ত্রীর প্রশংসায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Last Updated:

Dr. Manik Saha on G-20: জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। জি - ২০ শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস'- চিন্তাধারাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন।

জি-২০ সাফল্য প্রচারে তৎপর পড়শি রাজ্য, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডা. মানিক সাহা
জি-২০ সাফল্য প্রচারে তৎপর পড়শি রাজ্য, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডা. মানিক সাহা
আগরতলা: জি-২০ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রদেশে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা ভারতের ঐতিহ্য ও পরম্পরা এবং ওয়ান প্রোডাক্ট, ‘ওয়ান ডিস্ট্রিক্ট’-কে প্রচারের আলোতে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। ভারতবর্ষ যে বিশ্বের কোনও অংশের তুলনায় কম নয় সেটা প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আজ সারা বিশ্বের মধ্যে একটা জায়গায় অবস্থান করছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ”জি – ২০ সামিটে এবার শীর্ষ ভূমিকা নিয়েছে ভারত। এতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা দেশের বিভিন্ন প্রদেশে জি – ২০-র ভাবনা ছড়িয়ে দিয়েছেন তিনি। ত্রিপুরাতেও জি – ২০ (S – 20) হয়েছিল। সেখানে সায়েন্স-২০-তে গ্রিন হাইড্রোজেন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছিল। গ্রিন হাইড্রোজেন তৈরি করা নিয়ে মত বিনিময় হয়। বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি পর্যটক হিসেবেও রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েছেন তাঁরা।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, ”জি – ২০ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু একটা জায়গায় ফোকাস করেননি। দেশের বিভিন্ন প্রদেশেও তিনি নজর দিয়েছেন। দেশের ঐতিহ্য ও পরম্পরাকে সবার সামনে তুলে ধরতে প্রয়াস নিয়েছেন তিনি। বিগত প্রায় ৯ মাস ধরে এই বিষয়টি নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল।”
advertisement
জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। জি – ২০ শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’- চিন্তাধারাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন।তিনি আরও জানান, G20 – এর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত করা।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ”আমি প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নেতারা অংশ নিয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে ভারতের জন্য নতুন সুযোগ ও সুবিধা উন্মুক্ত করতে সহায়ক হয়ে উঠবে। সার্বিক পরিকাঠামোর উন্নয়ন এবং বিনিয়োগে অংশীদারিত্ব নিয়েও এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর পাশাপাশি ভারতে আসার পর বিশ্বের প্রভাবশালী দেশগুলির প্রতিনিধিরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ তাঁদের এই অনুভূতি আমাদের দেশ সম্পর্কে তাঁদের উপলব্ধিকে প্রতিফলিত করে তুলে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় ‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যত’-এর পক্ষে কথা বলেন এবং এটিই ছিল জি – ২০ শীর্ষ সম্মেলনের অন্যতম ফোকাস। তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ প্রতিষ্ঠার জন্য গুরুত্ব দিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dr. Manik Saha on G-20: জি-২০ সাফল্য প্রচারে তুলে ধরতে তৎপর পড়শি রাজ্য, প্রধানমন্ত্রীর প্রশংসায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement