Tripura Bypolls|| সুরমার তৃণমূল প্রার্থীর ওপর বিজেপির গুন্ডাদের হামলা, পরিবারকে প্রাণনাশের হুমকি

Last Updated:

Tripura Bypolls: তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী স্বপ্না পালের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কারণ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বাধা দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

ফাইল ছবি।
ফাইল ছবি।
#আগরতলা: বুধবার রাতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সুরমা প্রার্থী অর্জুন নমশূদ্রের উপর লাঠি, বাঁশ এবং হকির লাঠি নিয়ে বিজেপি-সমর্থিত গুন্ডারা হামলা করে এবং ভোট দিতে বা ভোটের দিন (বৃহস্পতিবার) সমর্থকদের জমায়েত করতে গেলে তার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী স্বপ্না পালের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কারণ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বাধা দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গুন্ডারা প্রথমে অর্জুন নমশূদ্রের গাড়িতে ভাংচুর করে এবং তিনি অল্পের জন্য পালাতে এবং তার জীবন বাঁচাতে সক্ষম হয়। সুরমা প্রার্থী রাত ১১টার দিকে আরও এক তৃণমূল কংগ্রেস নেতা দীপক দাসের বাড়িতে আশ্রয় নেন কিন্তু তাও শীঘ্রই বিজেপির গুন্ডাদের দ্বারা ঘেরাও করা হয়।
advertisement
advertisement
বিজেপির গুন্ডারাও অপরাধমূলকভাবে দাসের প্রতিবেশীদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কোনো সমর্থন না দিতে বা তাদের ভোটের অধিকার প্রয়োগ না করতে বলে। অভিযোগপত্র তাঁরা বলেছেন, "বিজেপির প্রায় ১৫০ জন দুষ্কৃতী শ্রী দীপক দাসের বাড়ির বাইরে জড়ো হয়েছিল এবং ঘেরাও করে। তারা লাঠি, বাঁশ এবং হকি লাঠি এবং অন্যান্য মারাত্মক অস্ত্র বহন করছিল। তারা প্রথমে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, তবে তারা ব্যর্থ হলে, তারা হুমকি দেয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য/সমর্থকরা, শ্রী দীপক দাস এবং আমাদের প্রার্থীর ভয়ানক পরিণতি। তারা একটি আল্টিমেটাম দিয়েছিল যে তারা যেন একত্রিত না হয় এবং/অথবা পরের দিন, অর্থাৎ ভোটের দিন ভোট দিতে না আসে। অন্যথায়, তারা ফিরে আসুন এবং কেবল তাদের হত্যাই নয়, তাদের পরিবারকেও রেহাই দেবেন না।"
advertisement
ABIR GHOSHAL 
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Bypolls|| সুরমার তৃণমূল প্রার্থীর ওপর বিজেপির গুন্ডাদের হামলা, পরিবারকে প্রাণনাশের হুমকি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement