Tripura BJP: বাম আমলের কেলেঙ্কারি ইস্যুতে প্রচারে নামছে ত্রিপুরা বিজেপি, কটাক্ষ শানাচ্ছেন মানিক সাহা

Last Updated:

Tripura BJP: লোকসভা ভোটের দিন এগিয়ে আসতেই, বিগত সরকারের কেলেঙ্কারির সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী মাণিক সাহা। ত্রিপুরা জুড়ে এই ইস্যুতে জোরদার প্রচারে নামছে বিজেপি শিবির৷  

ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আগরতলা: লোকসভা ভোটের দিন এগিয়ে আসতেই, বিগত সরকারের কেলেঙ্কারির সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী মাণিক সাহা। ত্রিপুরা জুড়ে এই ইস্যুতে জোরদার প্রচারে নামছে বিজেপি শিবির৷  মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা  রাজ্যের পাশাপাশি দেশে বড় আকারের কেলেঙ্কারির জন্য পূর্ববর্তী সরকারগুলির কঠোর সমালোচনা করেছেন৷
রামনগর বিধানসভা কেন্দ্রের ৪ নং বুথ -এর কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কী বাত-এর ১০৯তম পর্ব শোনার পর ড. সাহা বলেন ‘আপনারা মন কী বাত’ এর পর্ব শুনেছেন। আমিও এই রাজ্যে সাধারণ জনগনের সঙ্গে রামনগরে মন কী বাত শুনেছি। প্রদেশ বিজেপির অনেক নেতৃত্ব এখানে আছেন। আমি লক্ষ্য করেছি অনেকেই  উৎসাহের সঙ্গে মোদিজির ‘মন কী বাত’ শোনার জন্য অপেক্ষা করছিলেন।
advertisement
এদিন প্রধানমন্ত্রী মোদিজি দেশে নারী ক্ষমতায়ন ও ৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া বিপুল সংখ্যক মহিলাদের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি অনেক মহিলা ক্রীড়াবিদদের অর্জুন পুরস্কারে ভূষিত করা এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের কথা বলেছেন। এটি একটি স্পষ্ট বার্তা যে সমাজের জন্য কাজ করবে সে অবশ্যই এই দেশ থেকে প্রশংসা পাবে। “
advertisement
ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত সংবেদনশীল এবং  এখন দেশে সবকিছুতেই স্বচ্ছতা রয়েছে। ড.সাহা আরও যোগ করেন  “আগে, আমরা কেন্দ্রে এবং রাজ্যেও একের পর এক  কেলেঙ্কারির সরকার দেখেছি। কেলেঙ্কারি তাদের ডিএনএতে ছিল। ২০১৪ এর পরে, যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন, তখন রাজনীতির অর্থ পাল্টে যায়। সবকিছু স্বচ্ছ হয়ে যায়। জনগনের সুবিধার জন্য তিনি অনেক প্রকল্প চালু করেছেন।”
advertisement
প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারে নেমে বাম আমলের কেলেঙ্কারি নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি৷ এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোরদার প্রচার অবধি করেছে৷ এবার লোকসভার আগেও এই ইস্যুতে প্রচার শুরু করছে বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura BJP: বাম আমলের কেলেঙ্কারি ইস্যুতে প্রচারে নামছে ত্রিপুরা বিজেপি, কটাক্ষ শানাচ্ছেন মানিক সাহা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement