আর চিন্তা নেই টিকিটের! গরমে ঘুরে আসুন পাহাড়ে, তিন জোড়া সামার স্পেশাল ট্রেন! কোথা থেকে কোথায়? জানুন
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Summer Special Train: গ্রীষ্মে যাত্রীদের প্রত্যাশিত প্রচণ্ড ভিড় সামাল দিতে, তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। দুই জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ-এর বৃদ্ধি। ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া – নিউ জলপাইগুড়ি) সামার স্পেশাল ৯ এপ্রিল, ২০২৫ থেকে ৭ মে, ২০২৫ পর্যন্ত প্রত্যেক বুধবারে ২৩:৫৫ ঘন্টায় হাওড়া থেকে রওনা দেবে। একইভাবে, ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি – হাওড়া) সামার স্পেশাল ১০ এপ্রিল, ২০২৫ থেকে ৮ মে, ২০২৫ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে ১২:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে।
ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – জাগীরোড) সামার স্পেশাল ১৮ এপ্রিল, ২০২৫ থেকে ৯ মে, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে ০৯:০০ ঘন্টায় শিয়ালদহ থেকে রওনা দিবে। একইভাবে, ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড – শিয়ালদহ) সামার স্পেশাল ১৯ এপ্রিল, ২০২৫ থেকে ১০ মে, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শনিবারে ১৩:০০ ঘন্টায় জাগীরোড থেকে রওনা দিবে।অন্য একটি ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটী- ফরবেসগঞ্জ) সামার স্পেশাল ৮ থেকে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে ১৬:০৫ ঘন্টায় উদয়পুর সিটী থেকে রওনা দিবে। একইভাবে, ট্রেন নং. ০৯৬২৪ (ফরবেসগঞ্জ – উদয়পুর সিটী) সামার স্পেশাল ১০ এপ্রিল থেকে ১ মে, ২০২৫ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে ০৯:০০ ঘন্টায় ফরবেসগঞ্জ থেকে রওনা দেবে।
advertisement
advertisement
এছাড়াও, যাত্রীদের সুবিধার্থে দুই জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ ও পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (চারলাপল্লী – নাহরলগুন – চরলাপল্লী) এবং ট্রেন নং. ০৯১৮৯/০৯১৯০ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার – মুম্বাই সেন্ট্রাল) স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ উভয় দিক থেকে ৪টি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে৷ এই স্পেশাল ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়, গঠন ও স্টপেজ-সহ চলাচল করবে।
advertisement
ট্রেন নং. ০৭০৪৬ (চারলাপল্লী – নাহরলগুন) সাপ্তাহিক স্পেশাল-এর মেয়াদ ৫ থোকে ২৬ এপ্রিল, ২০২৫ পর্যন্ত এবং ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন – চারলাপল্লী) সাপ্তাহিক স্পেশাল-এর মেয়াদ ৮ থেকে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ একইভাবে, ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার) সাপ্তাহিক স্পেশাল-এর মেয়াদ ৫ থোকে ২৬ এপ্রিল, ২০২৫ পর্যন্ত এবং ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার – মুম্বাই সেন্ট্রাল) সাপ্তাহিক স্পেশাল-এর মেয়াদ ৮ থেকে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 12:39 PM IST