Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের ২ কামরা, সাত সকালেই ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Train Derailed: ফের দুর্ঘটনার কবলে ট্রেন। লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস। শনিবার সকালেই ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের জব্বলপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় সোমনাথ এক্সপ্রেসের দু'টি বগি। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জব্বলপুর: ফের দুর্ঘটনার কবলে ট্রেন। লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস। শনিবার সকালেই ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের জব্বলপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় সোমনাথ এক্সপ্রেসের দু’টি বগি। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, ইন্দোর থেকে জব্বলপুর থেকে ইন্দোর আসছিল এই ট্রেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় রেল আধিকারিকদের টিম। জানা গিয়েছে, ট্রেনের গতি বেশি হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। বর্তমানে ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে।
advertisement
advertisement
সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, ইন্দোর-জব্বলপুর ওভার নাইট এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। ৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক-কর্মচারীরা। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2024 12:17 PM IST