Train Accident: মুখোমুখি ধাক্কা দুই ট্রেনের! ছত্তিসগড়ে মালগাড়ির মাথায় উঠে গেল যাত্রিবাহী ট্রেন, মৃত অনেকে
- Published by:Ratnadeep Ray
 - news18 bangla
 
Last Updated:
Train Accident: ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার পরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার পরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রেলে তরফে জানানো হয়েছে, দুজন আহতকে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
সংঘর্ষের পর, রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকের একটি দলকেও পাঠানো হয়েছে। আহতদের সাহায্য এবং ট্র্যাক থেকে ক্ষতিগ্রস্ত কোচগুলি সরানোর চেষ্টা চলছে।
advertisement
এক রেল কর্তা বলেন, “একটি মেমু ট্রেন বিকেল ৪টে নাগাদ একটি মালগাড়িকে বিলাসপুর স্টেশনের কাছে ধাক্কা মারে। ঘটনায় দুজন আহত হয়েছেন। রেলওয়ে কোচগুলিকে সরানোর চেষ্টা করছে এবং আহতদের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে।” এই দুর্ঘটনার জেরে বিলাসপুর-হাওড়া লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে, বেশ কয়েকটি ট্রেন বাতিল বা অন্য পথে চালানো হতে পারে। এই দুর্ঘটনার জেরে ওভারহেড তার এবং সিগন্যাল সিস্টেমের বেশ ক্ষতি হয়েছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে রেল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 5:09 PM IST

