নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার ফাটানো হল বাজি, ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী
Last Updated:
ভ্যানিশ তাজমহল ৷ ভ্যানিশ রাষ্ট্রপতি ভবন ৷ কোনও যাদুকরের কারিকুরি নয় সবই ধোঁয়াশায় অদৃশ্য ৷
#নয়াদিল্লি: ভ্যানিশ তাজমহল ৷ ভ্যানিশ রাষ্ট্রপতি ভবন ৷ কোনও যাদুকরের কারিকুরি নয় সবই ধোঁয়াশায় অদৃশ্য ৷
দূষণের জেরে ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি। আরকে পুরম, আনন্দবিহার, অশোকাবিহারের মতো অভিজাত এলাকায় ধোঁয়াশা। ধোঁয়াশায় ঢেকেছে রাষ্ট্রপতি ভবনও। ক'দিন আগেই দূষণের কারণে দিল্লিতে আতজবাজি নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
ধোঁয়াশায় দমবন্ধ দিল্লির ৷ বিষবাষ্পে ঢাকা রাজধানীর নাভিশ্বাস। গত বছরের দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে পয়লা নভেম্বর পর্যন্ত শব্দবাজি ও আতসবাজি বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ গতবারের থেকেই অনেকটাই কম ফাটানো হয়েছে হলেও রাত্রের দিকে তার মাত্রা বেড়ে যায় ৷ এদিন সকাল থেকে রাজধানীর আকাশ ধোঁয়াশায় ভরে যায় ৷ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এত বাজি ফাটানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2017 9:38 AM IST