Top Maoist Commander Madvi Hidma Killed: মাথার দাম ৫০ লাখ, জড়িত ২৬ হামলার সঙ্গে! অন্ধ্রে পুলিশের এনকাউন্টারে খতম মাওবাদী কমান্ডার হিডমা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী কমাণ্ডার মাডবী হিডমা। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলঙ্গানার সীমানায় থাকা মারেদুমিলির জঙ্গলে মাওবাদী শীর্ষনেতার উপস্থিতির খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মাওবাদীদের দলটিকে ঘিরে ফেলে অভিযান চালায় বাহিনী
আলুরি সীতারামারাজু, অন্ধ্রপ্রদেশ: অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী কমান্ডার মাডবী হিডমা। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলঙ্গানার সীমানায় থাকা মারেদুমিলির জঙ্গলে মাওবাদী শীর্ষনেতার উপস্থিতির খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মাওবাদীদের দলটিকে ঘিরে ফেলে অভিযান চালায় বাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে হিডমা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হিডমার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও। নিহত মাওবাদীদের মধ্যে বাকিরা চিহ্নিত হয়েছে চেল্লুরি নারায়ণ ওরফে সুরেশ, এসজেডসিএম ও টেক শঙ্কর, মল্লা এবং দেবে।
বহুদিন ধরেই হিডমার খোঁজ চলছিল। অবশেষে মঙ্গলবার পুলিশের হাতে আসে মাওবাদী কমান্ডার। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে পশ্চিম গোদাবরী জেলার মারেদুমিলির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে মাওবাদীদের শীর্ষনেতা হিডমা-সহ ছ’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিডমার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। ২৬টিরও বেশি হামলার সঙ্গে জড়িত ছিল হিডমা।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানে যুক্ত কেন্দ্র ও রাজ্যের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। হিডমাকে ন্যায়বিচারের আওতায় আনার জন্য গৃহমন্ত্রী ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। নির্ধারিত সময়ের ১২ দিন আগেই নিরাপত্তাবাহিনী সেই লক্ষ্য অর্জন করেছে। পুলিশ সূত্রে খবর, মারেদুমিলির জঙ্গলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করার পরই পালটা গুলি চালায় মাওবাদীদের দল! দু’পক্ষের গুলির লড়াইয়ে কেঁপে ওঠে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলঙ্গানার সীমানায় বিস্তীর্ণ জঙ্গল।
advertisement
advertisement
গোয়েন্দা সূত্রে খবর, পিপলস লিবারেশন গেরিলা আর্মির ১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার বছর ৪০-এর হিডমা, ছত্তিশগড়ের সুকমা জেলার পুবর্তী গ্রামের বাসিন্দা। মাওবাদী ব্যাটেলিয়নের প্রধান হিসাবে মহিলা-সহ প্রায় ১৮০ থেকে ২৫০ জনের দলকে নেতৃত্ব দিত সে। মাওবাদীদের দণ্ডকারণ্য বিশেষ আঞ্চলিক কমিটিরও সদস্যও ছিল হিডমা। গোয়েন্দাদের দাবি, মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটির সব থেকে তরুণ সদস্য হিডমা। তবে তার সাম্প্রতিক কালের কোনও ছবিই নাকি পাওয়া যায় না। ভীম মাণ্ডবী খুনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ২০১০ সালে দন্তেওয়াড়ায় সিআরপিএফের কনভয়ে হামলার নেতৃত্ব দিয়েছিল হিডমা-ই। সেই হামলায় ৭৬ জন আধাসেনার মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে ঝিরাম ঘাঁটিতে হিডমার নেতৃত্বে হামলা চালায় মাওবাদীরা। সেই হামলায় কংগ্রেসের কয়েক জন শীর্ষ নেতা-সহ ২৭ জন নিহত হয়েছিলেন। ২০২১ সালে হিডমার অধীনেই সুকমা-বিজাপুরে মাওবাদী হামলা হয়, সেই হামলায় নিরাপত্তাবাহিনীর ২২ জওয়ানের মৃত্যু হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 1:22 PM IST

