#কলকাতা: গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের দর্শক হতে ওপার বাংলা থেকে রাজ্যে আসছেন প্রতিনিধিরা ৷ ‘উৎসব’-এ সামিল হতে ভারতে সারা বছরই লেগে থাকে বিদেশিদের আনাগোণা ৷ তবে এবার নির্বাচন যা আক্ষরিক অর্থেই এবছর গণতন্ত্রের বৃহৎ উৎসব, তাতে সামিল হতে কাঁটাতারের বাধা সরিয়ে এদেশে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রতিনিধিরা ৷ তাদের ভোট উৎসব দেখানোর ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন ৷
এপারের দুর্গাপুজো দেখতে হামেশাই ওপার বাংলা থেকে হাজির হন প্রচুর মানুষ, তবে ভোট উৎসব চাক্ষুষ করতে এই প্রথম উদ্যোগী বাংলাদেশ ৷ কীভাবে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া? কীভাবেই বা হয় আয়োজন করা হয় এত বড় কর্মযজ্ঞের, সেই সমস্তই খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন ওই প্রতিনিধিরা ৷ এর আগে নির্বাচন কমিশনের কাছে এই ইচ্ছের কথা জানিয়ে আবেদন করেছিল বাংলাদেশ সরকার ৷ সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই আবেদনে সাড়া দেয় ৷
১৯ মে শেষ দফার ভোট দেখতে এ রাজ্যে আসছে বাংলাদেশের প্রতিনিধিরা ৷ ওই দিন সারা দিন ঘুরে ঘুরে কলকাতার বিভিন্ন জায়গায় ভোট প্রক্রিয়া খতিয়ে দেখবেন তারা ৷ বাংলাদেশের প্রতিনিধিদের ভোট দেখানোর ব্যবস্থা করবে সিইও দফতর ৷
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ব্যাপক গণ্ডগোলের জেরে ভবিষ্যতে সুষ্ঠু ভোট প্রক্রিয়ার আয়োজন করার জন্যই এদেশের ভোটপর্ব খুঁটিয়ে দেখতে চায় বাংলাদেশ সরকার ৷ হাতে কলমে ভারতের ভোট প্রক্রিয়া দেখার পর নিজেদের দেশে তা পর্যালোচনা করে সেই মতো ভবিষ্যতে ব্যবস্থা নেবে বাংলাদেশ ৷