COVID19 India: লোকসান ঠেকাতে ভাড়া বৃদ্ধি বিমানে

Last Updated:

১ জুন থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারবে বিমান সংস্থাগুলি। এর আগে ৮০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারছিল বিমানগুলি।

#নয়াদিল্লি: কমানো হচ্ছে যাত্রী, তার সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করা হচ্ছে বিমান ভাড়া। করোনার প্রকোপ (Coronavirus Second Wave)না কমায় বিমানে ভিড় (Flight Fare) কমাতে এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ১ জুন থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারবে বিমান সংস্থাগুলি। এর আগে ৮০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারছিল বিমানগুলি। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলি যাতে মুখ থুবড়ে না পড়ে, সে জন্য ১৩ থেকে ১৬ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্র। এর আগে মার্চে ভাড়ায় পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
সর্বনিম্ন ভাড়া বাড়ালেও সর্বোচ্চ ভাড়ার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে এই সিদ্ধান্তে আখেরে মধ্যবিত্তের পকেটেই চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলিকে কিছুটা অক্সিজেন দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ধাক্কার জেরে ব্যাপক প্রভাব পড়েছে বিমান সফরে। বেশিরভাগ বিমানে যাত্রী সংখ্যা কার্যত হাতে গোনা।
advertisement
৪০ মিনিটের কম উড়ানের ক্ষেত্রে বিমানভাড়া বাড়ানো হয়েছে ১৩ শতাংশ। অর্থাৎ সর্বনিম্ন ভাড়া ২৩০০ থেকে বেড়ে হয়েছে ২৬০০। আবার ৪০ থেকে ৬০ মিনিটের উড়ানের ক্ষেত্রেও ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ২৯০০ টাকার পরিবর্তে ভাড়া হয়েছে ৩৩০০ টাকা। ১ জুন থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে। করোনা মহামারীর কঠিন সময়ে বহু মানুষই ট্রেনের ভিড়ের ধাক্কা এড়াতে দেশের অন্য শহরে যাওয়ার জন্য বিমানকেই বেছে নিচ্ছিলেন। কিন্তু বিমানের টিকিটের ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ বার সেই প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
মন্ত্রকের এক কর্তা বলেন, "কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান শিল্প। এই অবস্থায় বিমানের ভাড়া না বাড়ালে শিল্পের প্রভূত ক্ষতি হতে পারে। তাতে অনেক কর্মসংস্থান কমতে পারে। সে কারণে বাধ্যহয়েই এমন পদক্ষেপ করতে হয়েছে।" ১ জুন থেকেই তাই এই নতুন ভাড়া কার্যকর হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
COVID19 India: লোকসান ঠেকাতে ভাড়া বৃদ্ধি বিমানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement