#কলকাতা: রাজ্যের ৪২ আসনের মধ্যে ৪২টিই দখল করবে তৃণমূল ৷ আরও একবার আত্মবিশ্বাসী জবাব তৃণমূলনেত্রীর ৷ লোকসভা নির্বাচনের মাঝে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা সাফ জানিয়ে দিলেন ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনেই উড়বে জোড়াফুলের ধ্বজা ৷
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল যোশীর প্রশ্ন ছিল, ‘এবারের নির্বাচনে অন্যতম ফোকাস রয়েছে পশ্চিমবঙ্গের উপর ৷ কতগুলি আসন পাবে তৃণমূল?’ তৃণমূলনেত্রীর সাফ জবাব, ৪২-এ ৪২টি আসনই পাবে তৃণমূল কংগ্রেস ৷
বলতে গেলে ২০১৯ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল, ‘এবার ৪২-এ ৪২ ৷’ ৪২টি আসন দখলের কথা শুধু এখনই নয় ৷ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই দলীয় কর্মী সমর্থকদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, ‘৪২-এ ৪২ ৷’ অর্থাৎ প্রতিটি আসনেই জেতার জন্য দলীয় কর্মী সমর্থকদের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ সেই মতই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রচার এবং দলীয় সভা সবকিছুতেই ব্যাপক হারে লক্ষ্যমাত্রার প্রতিফলন দেখা যাচ্ছে ৷
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর প্রশ্নের সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের জনতা ৪২টি আসনই তৃণমূলকেই দেবে ৷’ বিরোধীদের কোনও নম্বর দিতেই নারাজ তৃণমূলনেত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Elections 2019, Farmers, Lok Sabha elections 2019, Mamata Banerjee, Mamata on employment, Mamata To News18, Modi Government, Rahul Joshi, West Bengal Lok Sabha Elections 2019