TMC Tripura| বিপ্লব গড়ে বাম দূর্গে ফাটল ধরাতে তৃণমূলের টিমে ক্ষিতি-কন্যা বসুন্ধরা গোস্বামী
- Published by:Arka Deb
Last Updated:
TMC Tripura| ক্ষিতিকন্যা বসুন্ধরা গোস্বামী সংগঠন মজবুতে বৈঠক করলেন মহিলা ও যুবদের সাথে।
#আগরতলা: তিনি জাগো বাংলায় সম্পাদকীয় লেখেন। তিনি খাতায় কলমে ২০১৭ সাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। যদিও সর্বত্র তার পরিচয় ছাপিয়ে উঠে এসেছে একটাই লাইন, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে। বসুন্ধরা গোস্বামী এবার জোড়া ফুল শিবিরের হয়ে ব্যাটন ধরতে তিনি হাজির উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে।
ব্রাত্য বসুর সাথে ত্রিপুরার মাটিতে হাজির ক্ষিতি কন্যা বসুন্ধরা।ত্রিপুরা বিজেপি বিরোধীতায় সংগঠন ঢেলে সাজাতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল। শুক্রবার ত্রিপুরা পৌছে গিয়েছেন জোড়া ফুল শিবিরের একাধিক সাংসদ। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিজে যাতায়াত করছেন একাধিকবার। একটা সময় যে রাজ্যের রাজনৈতিক দখলদারি ছিল বামেদের হাতে। সেই বাম নেতার মেয়েকেই তৃণমূলের সংগঠনের হাত শক্তিশালী করতেই ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে। ত্রিপুরায় বিজেপি বিরোধীতায় বাম কর্মীদের কাছে টানতে উদ্যোগী হয়েছে তৃণমূল নেতৃত্ব।
advertisement
যদিও ব্রাত্য বসু জানিয়েছেন, "ত্রিপুরার বামেদের সাথে বাংলার বামেদের একটা পার্থক্য আছে।" আর সেই মর্মেই ক্ষিতি কন্যার ত্রিপুরার প্রতিনিধি দলে আগমন নজর কেড়েছে। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, বামফ্রন্ট শিবিরকে উজ্জীবিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বামেদের ভোট যাতে বিজেপিতে না যায় তা নিয়ে যথেষ্ট কৌশল সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ বসুন্ধরা অবশ্য ত্রিপুরায় এসে দেখা করছেন দলীয় কর্মীদের সাথে। বিশেষ করে মহিলাদের সাথে তিনি কথা বলছেন।
advertisement
advertisement
ত্রিপুরার আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তিনি কথা বলেছেন৷ জানার চেষ্টা করেছেন এখানের মানুষের অসুবিধা। একেবারে মাটিতে থেকেই বাস্তব অবস্থা বোঝার চেষ্টা করছেন বসুন্ধরা। দলের এক শীর্ষ নেতা জানাচ্ছেন, বাবা মন্ত্রী ছিল বলে, আলাদা কোনও গরিমা বসুন্ধরার নেই। ও একেবারেই মাটিতে থেকে অবস্থা বোঝার চেষ্টা করছে। কিছুদিন আগেই বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা তৃণমূল মুখপত্র জাগো বাংলায় লিখে সংবাদ শিরোনামে চলে এসেছেন। দলের কোপে পড়েছেন তিনি। অজন্তা বিশ্বাসের পাশে দাঁড়িয়ে লেখা লিখেছেন বসুন্ধরা গোস্বামী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2021 9:23 AM IST