TMC | Presidential Election: উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী বৈঠকে থাকছে না তৃণমূল! কোন অঙ্ক কষছে ঘাসফুল শিবির

Last Updated:

TMC Presidential Election: এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে নরম মনোভাব দেখিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। যা নিয়ে জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিলই। এরপর আজ দিল্লিতে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠকে তৃণমূলের প্রতিনিধির অনুপস্থিত থাকা সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।

জটিল অঙ্ক...
জটিল অঙ্ক...
এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, "তৃণমূল কংগ্রেস এমন একটি দল, যারা ভেবেচিন্তে কোন পদক্ষেপ করে না। রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহাকে প্রার্থী করার পর তাঁকে চূড়ান্ত অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নরেন্দ্র মোদির চালে তৃণমূল নেত্রী কুপোকাত হয়েছেন। সম্ভবত সেই কারণেই উপরাষ্ট্রপতি পদে আর প্রার্থী দিতে চাইছেন না তিনি। পরাজয় নিশ্চিত জেনে প্রার্থী দিতে কে চায় (TMC | Presidential Election) !"
advertisement
advertisement
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েও পশ্চিমবঙ্গে প্রচারে যাননি যশবন্ত সিনহা। এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে নরম মনোভাব দেখিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। যা নিয়ে জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিলই। এরপর আজ দিল্লিতে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠকে তৃণমূলের প্রতিনিধির অনুপস্থিত থাকা সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তার কারণ তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। তা সত্বেও তিনি শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠকে উপস্থিত হচ্ছেন না কেন তা কিন্তু স্পষ্ট করেনি তৃণমূল (TMC | Presidential Election)।
advertisement
দলের একটি সূত্র জানাচ্ছে, আগামী ২১ জুলাই কলকাতায় কালীঘাটে কৌশল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন দলনেত্রী। মূলত এই কারণেই আজ রবিবার দিল্লিতে পাওয়ারের বাড়ির বৈঠকে থাকছেন না তৃণমূলের কোনও প্রতিনিধি।
advertisement
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনকে (President Election 2022) কেন্দ্র করে বিরোধী শিবিরের প্রার্থী কে হবেন, তা ঠিক করতে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে প্রায় কুড়িটি বিজেপি বিরোধী দলের নেতারা মিলিত হয়েছিলেন। দু'দফার সেই বৈঠক থেকে প্রথমে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে উঠে আসে শরদ পাওয়ারের নাম। পাওয়ার রাজি না হওয়ায় উঠে আসে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধির নাম। তারাও রাজি হননি। এরপর সর্বসম্মতভাবে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার।
advertisement
তৃণমূল থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন যশবন্ত সিনহা। কিন্তু তারপর অন্যান্য রাজ্যে প্রচারে গেলেও  তিনি প্রচারে আসেননি এই রাজ্যে। এর পেছনেও গল্প খুঁজছেন অনেকে। সবমিলিয়ে আগামিকাল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক পারদ বেশ উঁচুতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC | Presidential Election: উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী বৈঠকে থাকছে না তৃণমূল! কোন অঙ্ক কষছে ঘাসফুল শিবির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement