Tripura Municipal Election| শেষবেলায় ছোট্ট চাল, ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষক লাভপুরের অভিজিৎ
- Published by:Arka Deb
Last Updated:
Tripura Municipal Election| ত্রিপুরার আসন্ন পৌরসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাজ্যের তৃণমূল কমিটির তরফ থেকে অভিজিৎ সিনহার নাম বেছে নেওয়া হয়।
#আগরতলা: ত্রিপুরার নির্বাচনের এবার তৃণমুলের অবজার্ভার লাভপুরের তৃনমুল বিধায়ক অভিজিৎ সিনহা। ত্রিপুরার পৌরসভা নির্বাচনে অবজার্ভার হিসেবে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে বেছে নিলো তৃণমূল। ত্রিপুরার আসন্ন পৌরসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাজ্যের তৃণমূল কমিটির তরফ থেকে অভিজিৎ সিনহার নাম বেছে নেওয়া হয়।
লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া পৌরসভার। অভিজিৎ সিনহা সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। সেই বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন । শুধু যে প্রতিদ্বন্দ্বিতা তাই নয় ভোটেও জয়লাভ করেন তিনি । রাজনীতির অনেকাংশই বেশ রপ্ত তাঁর।
পর্যবেক্ষকরা বলছেন, তিনি একজন ক্ষুরধার রাজনীতিবিদ হিসেবেও পরিচিত জেলায়। একজন রাজনীতিবিদ হিসেবে দলে প্রথম সারিতেই নাম তাঁর। এছাড়াও বার বার তাঁকে দেখা গেছে জেলার উন্নয়নের কথা ভাবতে। মানুষের পাশে থাকতে। এছাড়াও দীর্ঘদিন ধরেই তিনি বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতার দায়িত্বও সামলাচ্ছেন বেশ দক্ষতার সঙ্গে।
advertisement
advertisement
জেলার উন্নয়নের পাশাপাশি তাঁকে দেখা গেছে মানুষের বিভিন্ন সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে। অনেক দিন আগে অজয় নদীর বাঁধ ভেঙে ভেসে গিয়েছিলো অজয় নদী সংলগ্ন সুন্দরপুরের গোটা এলাকা। সেই জটিল পরিস্থিতিতেও বিভিন্ন ত্রাণের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে। ত্রাণ ছাড়াও অনেক স্বাস্থ্য শিবিরের আয়োজন করতেও দেখা গেছে তাঁকে। দারুণ দক্ষতার সঙ্গে জেলা পরিষদের পাশাপাশি নেতৃত্ব দিচ্ছেন তিনি। আবার মানুষের সমস্যায় সব সময়ে এগিয়ে আসতে দেখা গিয়েছে তাকে। তাই সমস্ত দিক মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে দল।
advertisement
ঠিক এমতাবস্থায় তাঁকে ত্রিপুরার পৌরসভা নির্বাচনে অবজার্ভার হিসেবে বেছে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের সদস্য ও বিশেষজ্ঞরা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2021 8:33 AM IST