Asansol Ballygunge Bye Election: পিছিয়ে দেওয়া হোক আসানসোল- বালিগঞ্জের ভোট, কমিশনের দ্বারস্থ তৃণমূল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তৃণমূলের অভিযোগ, বিভিন্ন বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের (Asansol Ballygunge Bye Election) দিন ঘোষণা করায় প্রচারে সমস্যা হচ্ছে জোড়াফুল শিবিরের।
#নয়াদিল্লি: বালিগঞ্জ বিধানসভা ( Ballygunge Bye Election) এবং আসানসোল লোকসভা কেন্দ্রের (Asansol Bye Election) উপনির্বাচন পিছোতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। আজ সকালে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে গিয়ে স্মারক লিপি জমা দেয় তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
তৃণমূলের অভিযোগ, বিভিন্ন বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করায় প্রচারে সমস্যা হচ্ছে জোড়াফুল শিবিরের।
advertisement
তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন সুখেন্দুশেখর রায়, লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দার এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যেই। তার মধ্যেই চলবে নির্বাচনের প্রচারপর্ব।
advertisement
গত অক্টোবরে পদত্যাগ করেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তার পরেই তৃণমূলে যোগ দেন তিনি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন করতেই হবে। অন্যদিকে মাসখানেক আগে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী এবং বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়।
advertisement
তৃণমূলের বক্তব্য, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের জন্য আরও সময় ছিল। সুখেন্দুশেখর রায় বলেন, "পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়েই আসানসোল লোকসভা কেন্দ্রটির উপনির্বাচন করে নিতে পারত নির্বাচন কমিশন। বালিগঞ্জ কেন্দ্রের জন্য তো এখনও অনেক সময় ছিল।"
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দুশেখর রায় বলেন, "আসানসলে কেন্দ্রে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারত। বালিগঞ্জে সেই সমস্যা নেই। আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। নির্বাচন কমিশন তাদের মতো করে দেখছে। আমাদেরও বলা হয়েছে, যাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা যায়।"
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এবারে আসানসোল লোকসভা উপনির্বাচনে অভিনেতা ও প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 1:24 PM IST