#দিল্লি: বিরোধীরা ঐক্যবদ্ধই রয়েছে৷ এই বার্তা দিয়েই যন্তর মন্তরে কৃষকদের বিক্ষোভ মঞ্চ কিসান সংসদে হাজির হলেন তৃণমূল সাংসদরা৷ আজই বাকি বিরোধী দলের নেতাদেরও একসঙ্গে কিসান মঞ্চে হাজির হওয়ার কথা৷ তৃণমূল যে বাকি বিরোধীদের সঙ্গেই রয়েছে, সেই বার্তা দিতেই এ দিন সকালে যন্তর মন্তরে পৌঁছে যান তিন সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল সাংসদ দোলা সেন জানিয়েছেন, আজই বেলা সাড়ে বারোটায় বাকি বিরোধী দলগুলি যন্তর মন্তরের কিসান মঞ্চে যাবেন৷ কিন্তু সংসদে যেহেতু পেগাসাস কাণ্ডে আলোচনার দাবিতে তৃণমূল সাংসদরা সক্রিয় ভূমিকা নিচ্ছেন, তাই সেখানে সাংসদদের হাজির থাকার নির্দেশ দিয়েছে দল৷ সেই কারণেই অন্যান্য দলগুলির আগে সকাল দশটায় যন্তর মন্তরে পৌঁছে যান তিন তৃণমূল সাংসদ৷ তবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূল যে বাকি দলগুলির সঙ্গেই রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন৷
কয়েকদিন আগেই দিল্লি এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় তাঁরও যন্তর মন্তরে গিয়ে কৃষক নেতাদের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু করোনা বিধি এবং নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি৷ যদিও শুরু থেকেই কৃষক আন্দোলনের প্রতি তাঁর সমর্থন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করে গিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত৷ তৃণমূল সাংসদ দোলা সেন জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই দিল্লিতে এসে ফের কৃষক নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকও ডাকতে পারেন মুখ্যমন্ত্রী৷
দোলা সেন আরও জানান, তৃণমূল সংসদ অচল করে রাখতে চায় না৷ কিন্তু পেগাসাস কাণ্ড, সংশোধিত কৃষি আইন প্রত্যাহার এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চায় তারা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন সংসদ ভবনে এসেও অধিবেশনে অংশ নিচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছেন দোলা সেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।