সাংসদদের বাঙালি মনীষীদের ছবির ব্যাজ নিয়ে আপত্তি রাজ্যসভায় ! ‘বাংলার অপমান’ নিয়ে ফের সরব তৃণমূল

Last Updated:

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের চেয়ার থেকে বলা হয় প্ল্যাকার্ড, ব্যাজ দেখানো যাবে না। আমরা প্ল্যাকার্ড দেখাইনি। বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরেছি। তাতেও আপত্তি!’’

‘বাংলার অপমান’ নিয়ে ফের সরব তৃণমূল
‘বাংলার অপমান’ নিয়ে ফের সরব তৃণমূল
নয়াদিল্লি: বাংলা ও বাঙালির উপর হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই আঁচ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতেও ৷ সংসদে চলছে বাদল অধিবেশন ৷ এই অধিবেশনে প্রতিদিনই এই হেনস্থা নিয়ে সোচ্চার হচ্ছেন তৃণমূল সাংসদরা ৷ শুক্রবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা ৷ বাংলার মনীষীদের ছবির ব্যাজ বুকে নিয়ে প্রতিবাদ করেন তাঁরা ৷ তাতে লেখা ছিল জয় হিন্দ ও জয় বাংলা ৷ রাজ্যসভায় এই ব্যাজ নিয়ে আপত্তি ওঠে বলে অভিযোগ তৃণমূলের ৷
advertisement
advertisement
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের চেয়ার থেকে বলা হয় প্ল্যাকার্ড, ব্যাজ দেখানো যাবে না। আমরা প্ল্যাকার্ড দেখাইনি। বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরেছি শুধুমাত্র। তাতেও ওদের আপত্তি!’’ তিনি আরও বলেন, ‘‘রবীন্দ্রনাথ দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। ইউরোপের বাইরে নবজাগরণ হয়েছিল বাংলায়। রামমোহন ভারতের প্রথম আধুনিক মানুষ। বাংলা ছিল ব্রিটিশ-বিরোধী আন্দোলনের ভূমি। ওরা তাকে অপমান করছে। এই অপমানের জবাব ২০২৬ সালের ভোটে ওরা পাবে।’’
বাংলা খবর/ খবর/দেশ/
সাংসদদের বাঙালি মনীষীদের ছবির ব্যাজ নিয়ে আপত্তি রাজ্যসভায় ! ‘বাংলার অপমান’ নিয়ে ফের সরব তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement