#কলকাতা: উপনির্বাচনে ৪-০ জয়৷ তার পরই ফের একবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien mocks Congress)৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ডেরেক ও ব্রায়েন বলেন, 'তেইশ বছর বয়সিকে দাদু- ঠাকুমারা বলে দেবেন কী করতে হবে, সেই দিন আর নেই৷' একই সঙ্গে ডেরেক আরও বলেছেন, 'বাংলার বাইরেও যে বিজেপি-কে হারানো সম্ভব এই উপনির্বাচনে তা প্রমাণিত হয়ে গিয়েছে৷'
কংগ্রেসের (Congress) নাম না করেই ডেরেক (Derek O'Brien) বলেন, 'বিজেপি-কে হারাতেই হবে৷ কিন্তু তার জন্য মনোভাব বদলের প্রয়োজন৷ আমাদের দলের বয়স মাত্র বাইশ- তেইশ বছর, আর অন্য দলটার বয়স ১০০ বছর বলেই দাদু-ঠাকুমার মতো তারা আমাদের বলে দেবে কী করতে হবে, এটা হতে পারে না৷ আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ গোটা বিজেপি-র সঙ্গে লড়াইয়ে প্রস্তুত৷ তাই সবাই মিলে কাজ করতে হবে, শুধু আমাদের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিলে হবে না৷'
আরও পড়ুন: শূন্য হাতে ফিরেও ফুঁসছেন অধীর, যত রাগ প্রশান্ত কিশোরের উপর!
ডেরেক মনে করিয়ে দিয়েছেন, বাংলায় ২৯৪টি আসনেই একা লড়েছিল তৃণমূল৷ সেখানে কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে লড়েও শূন্য আসন পেয়েছে৷
ডেরেকের মতে, বিরোধী ঐক্য নিয়ে বার বার কথা না বলে আগে দেশের অর্থনীতির বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, স্বাধীন ভাবে মতপ্রকাশে বাধার মতো বিষয়গুলিকে সামনে নিয়ে আসা উচিত৷ তৃণমূল সাংসদ বলেন, 'এই উপনির্বাচনে একটা বিষয় পরিষ্কার, সেটা হল এই যে বিজেপি, নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে হারানো সম্ভব৷'
আরওপড়ুন: তৃণমূলের উপনির্বাচন জয়ে ঠিক কতটা ফাটল ধরল, বিজেপির জন্য রইল পড়ে পেন্সিল?
ইতিমধ্যেই ত্রিপুরা এবং গোয়ায় ঝাঁপিয়েছে তৃণমূল৷ ডেরেকের দাবি, ক্ষণস্থায়ী নয়, দুই রাজ্যের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাঁদের৷ গোটা দেশেই উপনির্বাচনে বিজেপি-র ফল বেশ হতাশাজনক৷ বিশেষত হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে তিনটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি৷ পাশাপাশি শিবসেনাও দাদরা এবং নগর হাভেলিতে লোকসভা আসনটি বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিয়েছে শিবসেনা৷
ডেরেক বলেন, 'শিবসেনা লোকসভা আসনে জয়ী হওয়ায় আমরা খুবই উৎসাহিত৷ হিমাচলেও বিজেপি নিজেদের আসন ধরে রাখতে পারেনি৷ সবমিলিয়ে বিজেপি-র জন্য দিনটা বেশ খারাপ ছিল৷ কিন্তু আমাদের এই ছন্দটাই ধরে রাখতে হবে৷' কটাক্ষের সুরেই বিজেপি-কে 'শান্ত ভাবে দিপাবলী' পালনের শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূল সাংসদ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Derek O'Brien