TMC in Tripura: "মানুষের পাশে দাঁড়াতে" আগরতলার পর এবার সোনামুড়ায় দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস

Last Updated:

TMC Party Office in Sonamura: ফের ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচী শুরু করছে ত্রিপুরা তৃণমূল। 

#সোনামুড়া: আগরতলার পরে এবার সোনামুড়ায় দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জেলাতেও এবার দলীয় কার্যালয় খুলবে তৃণমূল কংগ্রেস, পরিকল্পনা তেমনই৷ এক বছর আগেও এই পরিকল্পনা নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ এবার ধাপে ধাপে বিভিন্ন জেলাতেও তাই দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরা পুর ভোটে সোনামুড়ায় তৃণমূলের ভোট শতাংশ ভাল ছিল। এই এলাকায় তাই সংগঠন মজবুত করার জন্য সময় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ বিভিন্ন সময়, সোনামুড়ার মতো জায়গায় আক্রান্ত হয়েছে তারা। এবার এই সব জায়গাতে তারা জনসংযোগ অভিযান শুরু করে দিতে চায়৷ বিভিন্ন স্থানে তারা ছোট ছোট সভা করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
তাই ত্রিপুরায় জেলা স্তরে তৃণমূল কংগ্রেস পৌঁছে গিয়েছে। সোনামুড়ায় হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন। ইতিমধ্যেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহার উপস্থিতিতে সোনামুড়া মহকুমা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, পতাকা উত্তোলনের সঙ্গে শুভ উদ্বোধন করা হয়েছে। এদিন সিপাহিজলা জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে।
advertisement
আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে এবং প্রত্যেক মানুষের সমান অধিকার ফিরিয়ে দিতে তৃণমূল কংগ্রেস দল আরো বৃহত্তরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাড়ে চার বছরের এই অত্যাচারী সরকারের থেকে রেহাই পেতে তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রত্যেকটি জেলা স্তরে শক্তিশালী হয়ে উঠছে।
advertisement
তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, "একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলায় আমরা কর্মসূচী গ্রহণ করছি। মূল লক্ষ্য হল আমাদের মানুষের কাছে পৌঁছে যাওয়া৷ আমাদের কাজ হল মানুষের অসুবিধা দূর করা।" তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, "বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছেন। মানুষের পাশে দাঁড়িয়ে থাকব আমরা৷ তাই বিভিন্ন জায়গায় আমরা দলীয় কার্যালয় খুলছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Tripura: "মানুষের পাশে দাঁড়াতে" আগরতলার পর এবার সোনামুড়ায় দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement