Noida Twin Tower Earthquake: বিশাল টুইন টাওয়ার ধ্বংসের সময় ভূমিকম্পে কেঁপে উঠবে নয়ডা! জানালেন বিশেষজ্ঞরা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Noida Twin Tower: অ্যাপেক্স টাওয়ারের আনুমানিক ৪১,৭২০ টন ওজনের ধংসাবশেষ আর সিয়ানের প্রায় ১৮,১৫০ টনের ধ্বংসাবশেষ মাটিতে গুঁড়িয়ে পড়বে।
#নয়ডা: কয়েক সেকেন্ডেই ধুলো হয়ে যেতে চলেছে সুপারটেকের টুইন টাওয়ার। মাত্র ৯ সেকেন্ড সময়ে গুঁড়িয়ে যাবে নয়ডার বিখ্যাত টুইন টাওয়ার। আর এই বিশাল দুই ভবন গুঁড়িয়ে যাওয়ার সময় ভিত আলগা হয়ে সামান্য কম্পন সৃষ্টি করবে, রিখটার স্কেল অনুযায়ী যা একটি সাধারণ ভূমিকম্পের এক তৃতীয়াংশের সঙ্গে তুলনীয়। জানিয়েছেন এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ মেহতা। এডিফিস ইঞ্জিনিয়ারিং টুইন টাওয়ার গুঁড়িয়ে ফেলতে দক্ষিণ আফ্রিকার জেট ডেমোলিশনের সঙ্গে একটি চুক্তি করেছে।
“দিল্লি এনসিআর সিসমিক জোন ৪-৫-এর মধ্যে পড়ে। এর মানে হল, বেশিরভাগ বিল্ডিংগুলিকেই হাই ফ্রিকোয়েন্সি ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম হিসেবেই তৈরি করা হয়েছে। আজকের বিস্ফোরণ থেকে নির্গত কম্পন যে কোনও ছোটো ভূমিকম্পের চেয়েও হালকা হবে,” বলেন উৎকর্ষ মেহতা।
advertisement
advertisement
তিনি আরও ব্যাখ্যা করেন, বিস্ফোরণটি এমনভাবেই ঘটানো হবে যাতে হুড়মুড়িয়ে নয়, ধ্বংসাবশেষ ধাপে ধাপে মাটি স্পর্শ করবে। বেসমেন্টে ধ্বংসাবশেষের স্তূপ, ট্রেঞ্চ, বাঙ্কার তৈরির মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, যা পতনকে কমিয়ে দেবে এবং কম্পনের মাত্রাও কমবে।
যদিও আশেপাশের বিল্ডিংগুলির বাসিন্দাদের, বিশেষ করে সুপারটেক এমেরাল্ড কোর্ট এবং এটিএসের কিছু টাওয়ারের বাসিন্দাদের সংস্থাটি আশ্বস্ত করেছে যে তাঁদের ফ্ল্যাটের কোনও ক্ষতি হবে না। তবু মনের শান্তির জন্য ব্রিটিশ সংস্থা ভাইব্রক লিমিটেডের একটি কম্পন বিশ্লেষণও দেওয়া হয়েছে তাঁদের।
advertisement
বিশ্লেষণ অনুযায়ী, বিস্ফোরক স্থল এবং বায়ু দুইয়েই কম্পন সৃষ্টি করে। “সাধারণত, বিল্ডিং ধ্বংস করার জন্য বিস্ফোরক ব্যবহার হলে তা স্থল এবং বায়ু দুইয়েরই কম্পন ঘটায়। বিস্ফোরকটির বিস্ফোরণ নিজেই ভূকম্পন তৈরি করতে পারে, যদিও বেশিরভাগ বিস্ফোরক বিল্ডিং কাঠামোর মধ্যে এবং মাটির উপরে বলে কম্পন একেবারেই সামান্য।”
advertisement
“কোনও বিল্ডিং ভাঙার ফলে হওয়া কম্পন আর এবং ভূমিকম্পের ফলে হওয়া কম্পনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষত, ভূমিকম্পের কম্পনের তুলনায় এই ধ্বংসের দ্বারা উত্পন্ন কম্পন তুলনামূলকভাবে হাই ফ্রিকোয়েন্সির (১০ থেকে ৪০ হার্টজ) এবং স্বল্প সময়কালের (২ থেকে ৫ সেকেন্ডের)। ভূমিকম্প অনেক মিনিট স্থায়ী হতে পারে এবং সাধারণত ১ হার্টজের চেয়েও কম শক্তির,” বলা হয়েছে রিপোর্টে।
advertisement
অতএব, বিস্ফোরণের পরে যদি কিছু হয়েও থাকে তা খুবই সামান্য ক্ষয়ক্ষতি। কিছু জানালার ফাটল দেখা দিতে পারে যা দ্রুত মেরামত করবে এডিফিস ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা। যখন টুইন টাওয়ারগুলি ধসে পড়বে, অ্যাপেক্স টাওয়ারের আনুমানিক ৪১,৭২০ টন ওজনের ধংসাবশেষ আর সিয়ানের প্রায় ১৮,১৫০ টনের ধ্বংসাবশেষ মাটিতে গুঁড়িয়ে পড়বে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 10:13 AM IST