'মানবিকতা হারিয়েছে তৃণমূল সরকার!' উত্তরবঙ্গের প্লাবিত এলাকায় ত্রাণে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে সরব মোদি!
- Published by:Tias Banerjee
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে সরব মোদি! তৃণমূলকে কটাক্ষ করে বললেন, “মানবিকতা হারিয়েছে সরকার”!
“আমাদের দলের সহকর্মীরা, যাঁদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও একজন বিধায়কও রয়েছেন, তাঁদের উপর যেভাবে পশ্চিমবঙ্গে হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণ নিন্দনীয়। তাঁরা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করছিলেন — অথচ তাঁদেরই আক্রমণ করা হল।”
“আমি চাই, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন সময়ে হিংসাত্মক আচরণ না করে মানুষের পাশে দাঁড়াক। এই দুর্যোগের সময় রাজনীতি নয়, প্রয়োজন মানবিক সহায়তা।”
The manner in which our Party colleagues, including a sitting MP and MLA, were attacked in West Bengal for serving the people affected by floods and landslides is outright appalling. It highlights the insensitivity of the TMC as well as the absolutely pathetic law and order…
— Narendra Modi (@narendramodi) October 6, 2025