শারদ পূর্ণিমার রাতে নিঃশব্দে করুন এই 'কাজ'! লক্ষ্মীদেবী হবেন প্রসন্ন...অর্থভাণ্ডার ভরবে সৌভাগ্যে!   

Last Updated:
Sharad Purnima, Lakshmi Puja 2025 Remedies: শারদ পূর্ণিমার রাতকে বলা হয় অমৃতরাত্রি — এই রাতে চাঁদের আলোয় নেমে আসেন মা লক্ষ্মী। জ্যোতিষশাস্ত্র মতে, কিছু বিশেষ উপায় মেনে চললে এই রাতে জীবনে আসে সমৃদ্ধি ও শুভফল।
1/9
Sharad Purnima 2025, Sharad Purnima remedies, Kojagari Purnima 2025, Lakshmi Puja, Goddess Lakshmi remedies, Sharad Purnima upay, Sharad Purnima puja vidhi, full moon blessings, moon arghya, Sharad Purnima kheer, Sharad Purnima donation, Om Shreem Hreem Shreem Mahalakshmyai Namah, Om Kleem Krishnaya Namah, Sharad Purnima mantra, Sharad Purnima astrology, Maa Lakshmi puja, Kojagari rituals, Bengali Sharad Purnima, Lakshmi blessings, Purnima vrat, Shukla Paksha Ashwin, Hindu full moon,শারদ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজা, শারদ পূর্ণিমার টোটকা, শারদ পূর্ণিমা ২০২৫, পূর্ণিমা ব্রত, মা লক্ষ্মীর আশীর্বাদ, পূর্ণিমার চাঁদে অর্ঘ্য, ক্ষীর রাখা প্রথা, অমৃতরাত্রি, লক্ষ্মী স্তোত্র, কণকধারা স্তোত্র, লক্ষ্মী মন্ত্র, দান পূণ্য, আধ্যাত্মিক খবর, হিন্দু উৎসব
আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত এক বিশেষ উৎসব। এই দিনে মা লক্ষ্মীর পূজা করার প্রথা বহু প্রাচীন। জ্যোতিষশাস্ত্র মতে, শারদ পূর্ণিমা অত্যন্ত শক্তিশালী ও অলৌকিক রাত্রি, কারণ এ রাতে দেবী লক্ষ্মী নিজেই পৃথিবীতে অবতরণ করে তাঁর ভক্তদের আশীর্বাদ প্রদান করেন।
advertisement
2/9
Sharad Purnima 2025, Sharad Purnima remedies, Kojagari Purnima 2025, Lakshmi Puja, Goddess Lakshmi remedies, Sharad Purnima upay, Sharad Purnima puja vidhi, full moon blessings, moon arghya, Sharad Purnima kheer, Sharad Purnima donation, Om Shreem Hreem Shreem Mahalakshmyai Namah, Om Kleem Krishnaya Namah, Sharad Purnima mantra, Sharad Purnima astrology, Maa Lakshmi puja, Kojagari rituals, Bengali Sharad Purnima, Lakshmi blessings, Purnima vrat, Shukla Paksha Ashwin, Hindu full moon,শারদ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজা, শারদ পূর্ণিমার টোটকা, শারদ পূর্ণিমা ২০২৫, পূর্ণিমা ব্রত, মা লক্ষ্মীর আশীর্বাদ, পূর্ণিমার চাঁদে অর্ঘ্য, ক্ষীর রাখা প্রথা, অমৃতরাত্রি, লক্ষ্মী স্তোত্র, কণকধারা স্তোত্র, লক্ষ্মী মন্ত্র, দান পূণ্য, আধ্যাত্মিক খবর, হিন্দু উৎসব
ধর্মশাস্ত্র, পুরাণ ও জ্যোতিষ—সব ক্ষেত্রেই এই দিনটিকে মা লক্ষ্মী, চন্দ্রদেব ও অমৃততত্ত্বের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই রাতে কিছু বিশেষ উপায় বা টোটকা করলে দেবী লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয় এবং জীবনের আর্থিক সংকট ও অশুভ গ্রহের প্রভাব দূর হয়। চলুন জেনে নিই <strong data-start="870" data-end="905">শারদ পূর্ণিমার রাতে কী কী করণীয়</strong>, যাতে দেবী লক্ষ্মী হন প্রসন্ন!
advertisement
3/9
শারদ পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান অত্যন্ত শুভ বলে ধরা হয়। এজন্য এক তামার পাত্রে জল, সম্পূর্ণ ধান, সাদা ফুল ও কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য দিন। সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে দিন।জ্যোতিষ মতে, এই দিনে চন্দ্রকে অর্ঘ্য প্রদান করলে জীবনের আর্থিক সমস্যা দূর হয় এবং কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। Do These 4 Powerful Remedies on Sharad Purnima Night to Receive Goddess Lakshmi Blessings Follow These Rituals for Fortune and Success
শারদ পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান অত্যন্ত শুভ বলে ধরা হয়। এজন্য এক তামার পাত্রে জল, সম্পূর্ণ ধান, সাদা ফুল ও কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য দিন। সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। জ্যোতিষ মতে, এই দিনে চন্দ্রকে অর্ঘ্য প্রদান করলে জীবনের আর্থিক সমস্যা দূর হয় এবং কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়।
advertisement
4/9
শারদ পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে চাঁদের আলোয় ক্ষীর (দুধে ভাত) রেখে দেওয়া অত্যন্ত পবিত্র কাজ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই রাতে চাঁদ তার ১৬ কলায় পরিপূর্ণ থাকে এবং অমৃত বর্ষণ করে।চাঁদের আলো ক্ষীরের ওপর পড়লে তা অমৃততুল্য হয়ে ওঠে। পরদিন সেই ক্ষীর খেলে নানা রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।
শারদ পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে চাঁদের আলোয় ক্ষীর (দুধে ভাত) রেখে দেওয়া অত্যন্ত পবিত্র কাজ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই রাতে চাঁদ তার ১৬ কলায় পরিপূর্ণ থাকে এবং অমৃত বর্ষণ করে। চাঁদের আলো ক্ষীরের ওপর পড়লে তা অমৃততুল্য হয়ে ওঠে। পরদিন সেই ক্ষীর খেলে নানা রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।
advertisement
5/9
শারদ পূর্ণিমার রাতে ঘরের ইশান কোণে (উত্তর-পূর্ব দিক) মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। ঘি-এর প্রদীপ জ্বালান এবং দুধজাত মিষ্টি, সাদা ফুল, ও বিবাহজনিত সামগ্রী (সৌভাগ্যের প্রতীক দ্রব্য) নিবেদন করুন।পূজা চলাকালীন ‘শ্রী লক্ষ্মী মন্ত্র’ ও ‘কণকধারা স্তোত্র’ পাঠ করলে দেবী বিশেষভাবে প্রসন্ন হন।
শারদ পূর্ণিমার রাতে ঘরের ইশান কোণে (উত্তর-পূর্ব দিক) মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। ঘি-এর প্রদীপ জ্বালান এবং দুধজাত মিষ্টি, সাদা ফুল, ও বিবাহজনিত সামগ্রী (সৌভাগ্যের প্রতীক দ্রব্য) নিবেদন করুন। পূজা চলাকালীন ‘শ্রী লক্ষ্মী মন্ত্র’ ও ‘কণকধারা স্তোত্র’ পাঠ করলে দেবী বিশেষভাবে প্রসন্ন হন।
advertisement
6/9
শারদ পূর্ণিমায় দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে দান করলে মা লক্ষ্মী নিজেই গৃহে আগমন করেন এবং অশুভ গ্রহের প্রভাব হ্রাস পায়।বিশেষভাবে শুভ মনে করা হয় সপ্তধান্য দান— অর্থাৎ সাত ধরনের শস্য দান করা। তাছাড়া সাদা রঙের দ্রব্য যেমন—সাদা পোশাক, দুধ, চিনি, মুক্তো, সাদা মিষ্টি, চাল, দই ইত্যাদি দান করলেও তা বিশেষ পুণ্যদায়ক।
শারদ পূর্ণিমায় দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে দান করলে মা লক্ষ্মী নিজেই গৃহে আগমন করেন এবং অশুভ গ্রহের প্রভাব হ্রাস পায়। বিশেষভাবে শুভ মনে করা হয় সপ্তধান্য দান— অর্থাৎ সাত ধরনের শস্য দান করা। তাছাড়া সাদা রঙের দ্রব্য যেমন—সাদা পোশাক, দুধ, চিনি, মুক্তো, সাদা মিষ্টি, চাল, দই ইত্যাদি দান করলেও তা বিশেষ পুণ্যদায়ক।
advertisement
7/9
শারদ পূর্ণিমা শুধু মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজার দিনই নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেও গভীরভাবে যুক্ত। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এই রাতে লক্ষ্মী পূজার পাশাপাশি শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে আনন্দ, প্রেম ও সমৃদ্ধি আসে।তাই এই রাতে নিম্নলিখিত মন্ত্র দুটি জপ করুন— &#x1f538; শ্রীকৃষ্ণ মন্ত্র:
শারদ পূর্ণিমা শুধু মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজার দিনই নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেও গভীরভাবে যুক্ত। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এই রাতে লক্ষ্মী পূজার পাশাপাশি শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে আনন্দ, প্রেম ও সমৃদ্ধি আসে। তাই এই রাতে নিম্নলিখিত মন্ত্র দুটি জপ করুন— &#x1f538; শ্রীকৃষ্ণ মন্ত্র: "ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ" এই মন্ত্রটি তুলসীমণির মালা দিয়ে ১০৮ বার জপ করুন। &#x1f538; মহালক্ষ্মী মন্ত্র: "ওঁ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ" এই মন্ত্রটি পদ্মবীজের মালা দিয়ে ১০৮ বার জপ করুন। এই দুই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ ও মহালক্ষ্মীর যুগল আশীর্বাদ লাভ হয়, জীবনে শান্তি, অর্থভাগ্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়।
advertisement
8/9
শারদ পূর্ণিমার রাতকে বলা হয় “অমৃতরাত্রি”—এই রাতে চাঁদের আলোয় ভেসে আসে সমৃদ্ধি, আশীর্বাদ আর শান্তি। নিঃশব্দে, আন্তরিকভাবে এই কয়েকটি উপায় মেনে চললে মা লক্ষ্মী নিজেই আসবেন আপনার গৃহে, আর ভরিয়ে দেবেন অর্থ, ঐশ্বর্য ও শুভফলে।
শারদ পূর্ণিমার রাতকে বলা হয় “অমৃতরাত্রি”—এই রাতে চাঁদের আলোয় ভেসে আসে সমৃদ্ধি, আশীর্বাদ আর শান্তি। নিঃশব্দে, আন্তরিকভাবে এই কয়েকটি উপায় মেনে চললে মা লক্ষ্মী নিজেই আসবেন আপনার গৃহে, আর ভরিয়ে দেবেন অর্থ, ঐশ্বর্য ও শুভফলে।
advertisement
9/9
Disclaimer:  উপরে উল্লিখিত কোনও মতামতই নিউজ বাংলার নিজস্ব মতামত নয়। বিশেষ ভাবে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: উপরে উল্লিখিত কোনও মতামতই নিউজ 18 বাংলার নিজস্ব মতামত নয়। বিশেষ ভাবে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement