শারদ পূর্ণিমার রাতে নিঃশব্দে করুন এই 'কাজ'! লক্ষ্মীদেবী হবেন প্রসন্ন...অর্থভাণ্ডার ভরবে সৌভাগ্যে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Sharad Purnima, Lakshmi Puja 2025 Remedies: শারদ পূর্ণিমার রাতকে বলা হয় অমৃতরাত্রি — এই রাতে চাঁদের আলোয় নেমে আসেন মা লক্ষ্মী। জ্যোতিষশাস্ত্র মতে, কিছু বিশেষ উপায় মেনে চললে এই রাতে জীবনে আসে সমৃদ্ধি ও শুভফল।
advertisement
ধর্মশাস্ত্র, পুরাণ ও জ্যোতিষ—সব ক্ষেত্রেই এই দিনটিকে মা লক্ষ্মী, চন্দ্রদেব ও অমৃততত্ত্বের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই রাতে কিছু বিশেষ উপায় বা টোটকা করলে দেবী লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয় এবং জীবনের আর্থিক সংকট ও অশুভ গ্রহের প্রভাব দূর হয়। চলুন জেনে নিই <strong data-start="870" data-end="905">শারদ পূর্ণিমার রাতে কী কী করণীয়</strong>, যাতে দেবী লক্ষ্মী হন প্রসন্ন!
advertisement
শারদ পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান অত্যন্ত শুভ বলে ধরা হয়। এজন্য এক তামার পাত্রে জল, সম্পূর্ণ ধান, সাদা ফুল ও কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য দিন। সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। জ্যোতিষ মতে, এই দিনে চন্দ্রকে অর্ঘ্য প্রদান করলে জীবনের আর্থিক সমস্যা দূর হয় এবং কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়।
advertisement
শারদ পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে চাঁদের আলোয় ক্ষীর (দুধে ভাত) রেখে দেওয়া অত্যন্ত পবিত্র কাজ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই রাতে চাঁদ তার ১৬ কলায় পরিপূর্ণ থাকে এবং অমৃত বর্ষণ করে। চাঁদের আলো ক্ষীরের ওপর পড়লে তা অমৃততুল্য হয়ে ওঠে। পরদিন সেই ক্ষীর খেলে নানা রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।
advertisement
advertisement
শারদ পূর্ণিমায় দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে দান করলে মা লক্ষ্মী নিজেই গৃহে আগমন করেন এবং অশুভ গ্রহের প্রভাব হ্রাস পায়। বিশেষভাবে শুভ মনে করা হয় সপ্তধান্য দান— অর্থাৎ সাত ধরনের শস্য দান করা। তাছাড়া সাদা রঙের দ্রব্য যেমন—সাদা পোশাক, দুধ, চিনি, মুক্তো, সাদা মিষ্টি, চাল, দই ইত্যাদি দান করলেও তা বিশেষ পুণ্যদায়ক।
advertisement
শারদ পূর্ণিমা শুধু মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজার দিনই নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেও গভীরভাবে যুক্ত। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এই রাতে লক্ষ্মী পূজার পাশাপাশি শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে আনন্দ, প্রেম ও সমৃদ্ধি আসে। তাই এই রাতে নিম্নলিখিত মন্ত্র দুটি জপ করুন— 🔸 শ্রীকৃষ্ণ মন্ত্র: "ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ" এই মন্ত্রটি তুলসীমণির মালা দিয়ে ১০৮ বার জপ করুন। 🔸 মহালক্ষ্মী মন্ত্র: "ওঁ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ" এই মন্ত্রটি পদ্মবীজের মালা দিয়ে ১০৮ বার জপ করুন। এই দুই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ ও মহালক্ষ্মীর যুগল আশীর্বাদ লাভ হয়, জীবনে শান্তি, অর্থভাগ্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়।
advertisement
advertisement