Prashant Kishore: ত্রিপুরায় হোটেলে আটক টিম প্রশান্ত কিশোরের ২৩ সদস্য, ভয় পেয়ে হেনস্থা, অভিযোগ তৃণমূলের

Last Updated:

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে পশ্চিমবঙ্গের মতো প্রতিবেশী রাজ্যেও সমীক্ষা শুরু করছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (Prashant Kishore)৷

#আগরতলা: ত্রিপুরায় তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়ে আটক প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ সদস্য৷ অভিযোগ রবিবার রাত থেকে তাঁদের আগরতলার একটি হোটেল থেকে বেরোতে দেয়নি ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুুলিশ৷
বাংলায় বিপুল জয়ের পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস৷ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে পশ্চিমবঙ্গের মতো প্রতিবেশী রাজ্যেও সমীক্ষা শুরু করছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক৷ সেই কাজেই রবিবার আগরতলায় পৌঁছন সংস্থার তেইশ জন সদস্য৷ আগরতলার উডল্যান্ড পার্ক হোটেলে ওঠেন তাঁরা৷
তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার সভাপতি আশিস লাল সিং-এর অভিযোগ, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে একদফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ এর পর সোমবার সকালেও তাঁরা হোটেল থেকে বেরনোর সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ৷ যদিও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে তৃণমূলের তরফে পাল্টা কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ত্রিপুরার তৃণমূল সভাপতি৷
advertisement
advertisement
আশিস লাল সিং বলেন, 'সমীক্ষা চালানোর অধিকার সবার আছে৷ ওরা এত আতঙ্কিত হয়ে পড়েছে যে সবকিছুতেই ভূত দেখছে৷ রাতে হেনস্থা করার পর সকালেও বলছে ওঁরা বেরোতে পারবেন না৷ এটা কোনও সুসভ্য দেশে হতে পারে? রুটিন তল্লাশির নামে মানুষকে এ ভাবে সারাদিন আটকে রাখা যায়? এটা গণতন্ত্রের নামে পরিহাস৷ '
যদিও এ বিষয়ে এখনও সরকারি তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি৷ পাশাপাশি আইপ্যাকের তরফেও সরাসরি কোনও অভিযোগ এখনও মেলেনি৷ প্রসঙ্গত, একুশে জুলাইয়ের কর্মসূচিতে অংশ নিতে গিয়েও আগরতলায় পুলিশের হাতে শতাধিক তৃণমূল কর্মী আটক হয়েছিলেন৷ ফলে এ রাজ্যের মতো ত্রিপুরাতেও বিজেপি- তৃণমূলের মধ্যে সংঘাতের পারদ ক্রমশ চড়ছে৷
advertisement
সারা দেশের লোক
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishore: ত্রিপুরায় হোটেলে আটক টিম প্রশান্ত কিশোরের ২৩ সদস্য, ভয় পেয়ে হেনস্থা, অভিযোগ তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement