এতটাই সাহস! চুরির মাল পরে TikTokভিডিও মহিলার, হল গ্রেফতার...

Last Updated:

গয়না, কাপড়, ঘরি সবই চুরি করেছে ওই পরিচারিকা৷ কিন্তু কোনও রকম খোঁজ মেলে না তার৷ শেষ পর্যন্ত আশাও ছেড়ে দেন সকলে৷ কিন্তু TikTokভিডিও খুঁজে দিল চোরকে৷

#গুয়াহাটি: চুরির জিনিস পরেই TikTok-এ ভিডিও আপলোড৷ মুহূর্তে ধরা পড়ল চোর৷ জামা থেকে গয়না, ঘড়ি, সব কিছুই চুরির মাল! আর এই সব পরেই TikTok-এ নিজের ভিডিও শেয়ার করল মহিলা৷ নিমেষে চিহ্নিত করা গেল তাকে৷ বহু দিন ধরে চুরির অভিযোগ জানিয়েও ক্লান্ত হয়ে পড়েছিল অভিযোগকারী পরিবার৷ খোঁজ মিলছিল না চোরের৷ শেষ পর্যন্ত TikTok ভিডিও-এ হল কামাল!  গ্রেফতার হল চোর৷
বাড়িতে অসুস্থ মাকে দেখতে প্রয়োজন ছিল একজন পরিচারিকার৷ স্থানীয় এনজিও-র সঙ্গে যোগাযোগ করে পাওয়া গিয়েছিল এক মহিলাকে৷ সেই বাড়িতে সব কাজ করত৷ খুবই সাহায্য হত গৃহিনীর৷ কিন্তু হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায় পরিচারিকা৷ এবং পরে বোঝা যায় যে সে প্রচুর টাকা, গয়না, দামী জামা কাপড় চুরি করে ওই বাড়ি থেকে পালিয়েছে ৷ লাখ খানেক টাকা খোয়া গিয়েছে বলেও অভিযোগ করা হয় স্থানীয় থানায়৷ সঙ্গে জানানো হয় যে গয়না, কাপড়, ঘরি সবই চুরি করেছে ওই পরিচারিকা৷ কিন্তু কোনও রকম খোঁজ মেলে না তার৷ শেষ পর্যন্ত আশাও ছেড়ে দেন সকলে৷ কিন্তু TikTokভিডিও খুঁজে দিল চোরকে৷
advertisement
ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করেছিল সে৷ কিন্তু তারপর তড়িঘড়ি কাজ ছেড়ে দেয়৷ চুরির দায়ে অভিযুক্ত মহিলা চুরির সামগ্রী পরেই TikTokভিডিও শ্যুট করেছে৷ এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷
advertisement
অসমের বিশ্বনাথ জেলার গাহিগাঁও থানার পুলিশ গ্রেফতার করে অনামিকা লাহোঁকে৷ জোরহাট থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়৷ Tik-Tok ভিডিওতে চুরির সামগ্রী পরে দেখা যায় তাকে৷ তারপরই ব্যবস্থা নেয় পুলিশ৷ অবশেষে শ্রীঘরে অনামিকা লাহোঁ ওরফে সুমি কলিতা ওরফে পলি লাহোঁ৷ জানা গিয়েছে যে অনামিকা একটি ভাড়া বাড়িতে থাকত এবং তার সন্তানও রয়েছে৷ তার থেকে ইতিমধ্যেই কিছু গয়না উদ্ধার হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এতটাই সাহস! চুরির মাল পরে TikTokভিডিও মহিলার, হল গ্রেফতার...
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement