#নয়াদিল্লি: করোনা তাড়ানোর একমাত্র উপায় সংযোগ বিচ্ছিন্নতা। সেই দাওয়াই কাজে লাগাতেই বন্দিদের উপর সহানুভূতি দেখাল তিহাড় জেল। এ দিন জেল সূত্রে জানানো হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মোট তিন হাজার বন্দিকে জদেল থেকে ছাড়া হবে।
জেল সূত্রের খবর, এই ৩০০০ বন্দির মধ্যে ১৫০০জনকে ছাড়া হচ্ছে প্যারোলে। বাকি ১৫০০ বন্দিকে অন্তর্বর্তী জামিনে ছাড়া হচ্ছে।
তিহাড় জেলের ডিরেক্টর জেনারেল এ দিন বলেন, আমরা ৩০০০ জনকে ছাড়ছি সংক্রমণের কথা মাথায় রেখেই। আগামী তিন দিনে ধাপে ধাপে বন্দিদের ছাড়া হবে। তবে ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত বন্দিদের ছাড়া হচ্ছে না।
সোমবারই আম আদমি সরকারের প্রতিনিধি দিল্লি হাইকোর্টে বলে, করোনা সংক্রমণের দাপট আটকাতে জেল খালি করতে চাইছেন তাঁরা। স্পেশ্যাল প্যারোলে ও অন্তর্বর্তী জামিনে বন্দিদের ছাড়ারকথা জানান তাঁরা। সব শুনে এক দিনে দিল্লি পুলিশকে সিদ্ধান্ত নিতে দেয় আদালতও। যদিও সুপ্রিম কোর্ট একই বিযয়ে সিদ্ধান্ত প্রণয়ন করবে বলে কোনও মন্তবয করেনি হাই কোর্ট।