ভাড়া কমছে শতাব্দী-রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনগুলির

Last Updated:

শতাব্দী, রাজধানী, দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেন যাত্রার ভাড়া কমছে। ভারতীয় রেল সমহারে জিএসটি প্রয়োগের নির্দেশ দিয়েছে।

#কলকাতা: শতাব্দী, রাজধানী, দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেন যাত্রার ভাড়া কমছে। ভারতীয় রেল সমহারে জিএসটি প্রয়োগের নির্দেশ দিয়েছে। ফলে প্রিমিয়াম ট্রেনে খাবারের দামে জিএসটির পরিমাণ ১৮ থেকে কমে দাঁড়াচ্ছে ৫ শতাংশে। তার জেরেই ঘুরপথে কমছে প্রিমিয়াম ট্রেনের ভাড়া।
২০১২ সালে শেষবার বেড়ে ছিল ট্রেনের ভাড়া। যদিও ঘুরপথে ট্রেনের ভাড় বেড়েছে একাধিকবার। ট্রেনে খাবারের দামের ওপর শুল্ক যোগ হওয়ায় ট্রেনের ভাড়াতেও তার প্রভাব পড়েছে। জিএসটি লাঘুর পর রেলের ফিন্যান্স কমিশন রেলের খাবারের দাম জানতে চায়। এরপরই ফিনান্স কমিশন জানিয়ে দেয় অর্থ দফতরের নিয়ম মেনে ভারতীয় ট্রেনের যে খাবার সরবরাহ করা হয় তার ওপর ১৮-এর বদলে জিএসটি লাঘু হবে ৫ শতাংশ।
advertisement
প্রিমিয়াম ট্রেনের মেনুতে থাকে...
advertisement
দুপুরের মেনু
- স্যুপ, মাখন, রুটি, পরোটা, বাসমতি চালের ভাত, ডাল, আমিষ বা নিরামিষ পদ, আচার, দই
রাতের মেনু
- রুটি, চানা, স্ন্যাক্স, স্যানডইচ, ব্র্যান্ডেড মিষ্টি
এই সব খাবারের দমের ওপর জিএসটির পরিমাণ ১৮ থেকে কমে হল ৫ শতাংশ।
advertisement
প্রিমিয়াম ট্রেনে টিকিট কাটার সময়ই খাবারের দাম ধরে নেওয়া হয়। ফলে সোমবার থেকে যারা প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটল তাদের ভাড়া অনেকটাই কমে গেল। একই সঙ্গে বহু ট্রেনে ভেন্ডাররা খাবারের সঠিক বিল দেয়না। কারণ হিসাবে দেখানো হয় জিএসটি। এখন থেকে সমহারেই নেওয়া হবে জিএসটি। ফলে রেলের তরফে জানানো হয়েছে এখন থেকে যাত্রীরা খাবারের দাম মেটানোর আগে বিল নেওয়া বাধ্যতামূলক।
বাংলা খবর/ খবর/দেশ/
ভাড়া কমছে শতাব্দী-রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনগুলির
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement