মাকে ব্যাপক মারধর করে ঘরে বন্দি করে দিয়েছিল ছেলে, তিন স্কুল ছাত্রীর তৎপরতায় উদ্ধার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এ কেমন ছেলে
#গড়বেতা: তিন ছাত্রীর সাহসিকতার পরিচয় দিয়ে বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাল৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার করমশোল এলাকায় ৭৫ বছর বয়সী উমা রানী মন্ডলের ছেলে শ্যামাপদ মণ্ডল দীর্ঘদিন ধরে মায়ের উপর অত্যাচার করত৷ এমনকি মারধরও করত মাকে ৷ বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় একই ঘটনা ঘটে মাকে মারধরের পর খেতে না দিয়ে বাড়িতে আটকে রাখে সে৷ এই ঘটনা জানতে পেরে কেয়াবনি হাই স্কুলের তিনজন দশম শ্রেণীর ছাত্রী উদ্যোগ নেয় ৷
তাদের উদ্যোগে তৎক্ষণাৎ ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে নিয়ে আসা হয় এবং হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করান হয় ৷
advertisement
ওই তিন ছাত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান স্কুল থেকে কয়েকদিন আগেই থানা এবং ভিডিও অফিসে নিয়ে আসা হয়েছিল আমাদেরকে এবং সেখানে আমাদেরকে বলা হয়েছিল কোন রকম ঘটনা ঘটলো তার সঙ্গেসঙ্গে পুলিশ কাকুদের জানাতে, সেইমতোই তারা কাজ করেছিল আর এর কারণেই এই বৃদ্ধ মহিলাকে থানায় নিয়ে যায় ,এই ঘটনায় ওই তিন স্কুল পড়ুয়াকে সাধুবাদ জানান এলাকার মানুষ ৷ ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড পুলিশ পৌঁছায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2020 8:44 PM IST