Kashmir Situation: গৃহবন্দি ওমর আবদুল্লা-মেহবুবা মুফতি, মোবাইল পরিষেবাও বন্ধ কাশ্মীরে
Last Updated:
Kashmir Situation: রবিবার গভীর রাতে গৃহবন্দি করা হয়েছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোনকে৷ বিরোধীরা তীব্র নিন্দায় সরব হয়েছে রাষ্ট্রের এই সিদ্ধান্তে৷
#শ্রীনগর: কাশ্মীরে পরিস্থিতি আরও থমথমে ও অনিশ্চিত৷ যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে কাশ্মীরবাসী, তখন রবিবার গভীর রাতে হঠাত্ই উপত্যকার তিন অন্যতম রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি বা হাউস অ্যারেস্ট করা হল৷ রাজ্যপাল সত্যপাল মালিক যতই ভীত না-হওয়ার পরামর্শ দিক, তিন নেতাকে হাউস অ্যারেস্ট করার সিদ্ধান্ত ঘোরাল পরিস্থিতিরই জোরাল ইঙ্গিত দিচ্ছে৷ ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে কাশ্মীর জুড়ে৷
Violence will only play in to the hands of those who do not have the best interests of the state in mind. This wasn’t the India J&K acceded to but I’m not quite ready to give up hope yet. Let calm heads prevail. God be with you all.
— Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2019
advertisement
advertisement
রবিবার গভীর রাতে গৃহবন্দি করা হয়েছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোনকে৷ বিরোধীরা তীব্র নিন্দায় সরব হয়েছে রাষ্ট্রের এই সিদ্ধান্তে৷ রবিবারই সন্ধ্যায় ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা ট্যুইটে দাবি করেন, কাশ্মীরে অঘোষিত কার্ফু চলছে৷ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হচ্ছে৷ কংগ্রেস সাংসদ শশী থারুর থেকে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সকলেই গৃহবন্দি সিদ্ধান্তের তীব্র নিন্দায় সরব হয়েছেন৷
advertisement
কংগ্রেস নেতা ও দেশের প্রার্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের কথায়, 'রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করার অর্থ, উদ্দেশ্য সাধনের জন্য সব গণতান্ত্রিক প্রক্রিয়া ও আদর্শকে নস্যাত্ করে দেওয়া হল৷' আরও ৩৫ হাজার আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীরে৷ রায়ট কন্ট্রোল ভেহিকল ঘুরছে৷ বড় রাস্তাগুলিতে ব্যারিকেড দেওয়া হয়েছে৷ মোবাইল পরিষেবাও কার্যত বিপর্যস্ত৷ কাশ্মীর উপত্যকার বেশির ভাগ অংশেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা নেই এই মুহূর্তে৷ সোমবার সকাল থেকেই কাশ্মীর ইন্টারনেট-হীন৷
advertisement
আরও ভিডিও: থমথমে কাশ্মীর, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 8:23 AM IST