কাশ্মীরে নিহত ৩ লস্কর জঙ্গি
Last Updated:
জম্মু কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ বৃহস্পতিবার পুলওয়ামার কাকপোরায় সেনা-জঙ্গি লড়াই নিহত ৩ লস্কর জঙ্গি ৷
#শ্রীনগর: জম্মু কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ বৃহস্পতিবার পুলওয়ামার কাকপোরায় সেনা-জঙ্গি লড়াই নিহত ৩ লস্কর জঙ্গি ৷ সংঘর্ষে আহত হয়েছে এক সেনা আধিকারিক ৷
বুধবার বিকেল থেকে শুরু হয় সংঘর্ষ ৷ এবং প্রায় দীর্ঘ ছ’ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে চলে গুলি বিনিময় ৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মজিদ মীর, শারিক ও ইরশাদ আহমেদ নামে জঙ্গি গোষ্ঠী লস্করের তিন যুবক এলকার একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ এলাকায় হানা দেয় নিরাপত্তারক্ষীরা। এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেললে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলির লড়াইয়ে বাড়িতে আগুন লেগে যায় ৷ এরপর সেখান থেকে তিন জনের মৃত দেহ উদ্ধার করে পুলিশ ৷
advertisement
তিন জনের কাছ থেকে দুটি AK-47 ও গুলিউদ্ধার করে পুলিশ ৷
advertisement
এর আগে বুধবার সকালেই জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দুই জঙ্গির ৷
দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলওয়ামা জেলার বেশ কিছু স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2017 8:54 AM IST