ভোপাল: একই দিনে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার তিনটি যুদ্ধবিমান৷ আজ সকালেই রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে একটি যুদ্ধবিমান৷ অন্য দিকে মধ্যপ্রদেশের মোরেনাতেও বায়ুসেনার একটি সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়ে৷
দু'টি ক্ষেত্রেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। মধ্যপ্রদেশের দুর্ঘটনাগ্রস্ত দু'টি বিমানের মধ্যে সুখোই বিমানটিতে দু' জন এবং মিরাজ বিমানটিতে একজন পাইলট ছিলেন। এদের মধ্যে দু' জন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারেন। তবে তৃতীয় পাইলটের খোঁজ মেলেনি। দু'টি বিমানই গোয়ালির এয়ার বেস থেকে উড়েছিল।
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
রাজস্থানের ক্ষেত্রেও দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের কী অবস্থা, তা এখনও জানা সম্ভব হয়নি। মধ্যপ্রদেশের ঘটনায় দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷
রাজস্থানের ক্ষেত্রে যান্ত্রিক কোনও সমস্যার কারণেই বিমান ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে৷ মধ্যপ্রদেশে দু'টি যুদ্ধবিমান একসঙ্গে ভেঙে পড়ার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। মাঝ আকাশে সংঘর্ষের কারণেই দু'টি বিমান ভেঙে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা।
ঘটনাচক্রে আজই রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি উদয়পুরে পৌঁছনোর কয়েক মিনিট আগেই এই বিমান দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের দুর্ঘটনার কথা ট্যুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ দ্রুত উদ্ধারকাজের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি৷ দুই বিমানের পাইলটদের সুস্থতা প্রার্থনাও করেছেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।