মহারাষ্ট্রে সরকার টলমল? এ সব ফালতু রটাচ্ছে BJP, উদ্ধবের সঙ্গে বৈঠক সেরে বললেন পাওয়ার
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
শরদ পাওয়ার বলেন, 'মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এ রকম একটি কঠিন সময়ে আমাদের একটাই চেষ্টা, মানুষকে এই দুর্দশা থেকে মুক্ত করা৷ আর বিজেপি এই রকম সময়ে রাজনীতি করছে৷'
#মুম্বই: একে করোনায় বিধ্বস্ত, তার উপর রাজনৈতিক সঙ্কটের ভ্রুকুটি৷ চুম্বকে এটাই এখন মহারাষ্ট্র৷ রাজ্যপাল ভগত্ সিং কোসিয়ারির সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বৈঠকের পরেই বিজেপি-র কিছু নেতা মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের দাবি করতে শুরু করেছেন৷ এ হেন পরিস্থিতি যাবতীয় জল্পনা উড়িয়ে পাওয়ার বললেন, যাদের কাজ নেই, তারাই ভাবছে মহারাষ্ট্রের সরকার টলমল৷
বিজেপি-র বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলে শরদ পাওয়ার বলেন, 'মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এ রকম একটি কঠিন সময়ে আমাদের একটাই চেষ্টা, মানুষকে এই দুর্দশা থেকে মুক্ত করা৷ আর বিজেপি এই রকম সময়ে রাজনীতি করছে৷'
এনসিপি প্রধান এর আগে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও তাঁর বাড়িতে গিয়ে মিটিং করেন৷ রটতে শুরু করেছে, মহারাষ্ট্রে সরকারের টলমল অবস্থা৷ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে৷ শরদ পাওয়ার বলেন, 'আমরা প্রায় একদিন ছাড়া ছাড়াই কথা বলি৷ এটা নতুন কিছু নয়৷ কিন্তু বাল ঠাকরের মৃত্যুর পর থেকে ওঁদের বাড়ি যাওয়া হয়নি৷ তাই গিয়েছিলাম৷'
advertisement
advertisement
শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বৈঠকের পরেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, সরকার মজবুত রয়েছে৷ তবে দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি৷
যাবতীয় জল্পনার সূত্রপাত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের একটি পদক্ষেপের পরে৷ ফড়নবীশ রাজ্যপালের কাছে নালিশ করেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ মহারাষ্ট্র সরকার৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 4:26 PM IST