বার বার রামমন্দিরের তারিখ জানতে চাওয়া বিরোধীরাও আজ বাধ্য হয়ে হাততালি দিচ্ছে : মোদি

Last Updated:

পূর্বতন শাসক দলের কড়া সমালোচনায় মুখর মোদি বলেন, 'আগে এখানে সরকারের মন্ত্র ছিল, প্রকল্পের বাস্তবায়ন না করে সমস্ত টাকা পয়সা হজম ৷ চলত জঙ্গলরাজ, দুর্নীতিগ্রস্থ, লুঠপাটের দলকে আবারও হারাব আমরা ৷’

#পটনা: বিহারের প্রথম দফা নির্বাচনের মাঝেই মোদির সভা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে ৷ দ্বিতীয় দফার প্রচারে মহাজোটকে চ্যালেঞ্জ জানাতে দ্বারভাঙায় মোদির জনসভা ৷ মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে নরেন্দ্র মোদির কটাক্ষ, ‘কবে হবে রামমন্দির? সেই নিয়ে প্রশ্নের তিরে যারা ব্যতিব্যস্ত করত, তারাই এখন রামমন্দির বাস্তব হওয়ায় অনেক কষ্ট নিয়ে বাধ্য হচ্ছে হাততালি দিতে ৷ আমরা যা প্রতিশ্রুতি দিই তাই করে দেখাই ৷’
এখানেই শেষ নয়, দ্বারভাঙার ভোট প্রচারের মঞ্চ থেকে বিরোধী জোটে থাকা পূর্বতন শাসক দলের কড়া সমালোচনায় মুখর মোদি বলেন, 'আগে এখানে সরকারের মন্ত্র ছিল, প্রকল্পের বাস্তবায়ন না করে সমস্ত টাকা পয়সা হজম ৷ চলত জঙ্গলরাজ, দুর্নীতিগ্রস্থ, লুঠপাটের দলকে আবারও হারাব আমরা ৷’
এর আগের সভাতে ৩৭০ প্রসঙ্গ তুললেও এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের অধিকাংশই জুড়ে রইল রামমন্দির, কৃষকদের জন্য নেওয়া প্রকল্পের প্রচার ৷ বিরোধীদের বিশেষত আরডেডি-কে একের পর এক ইস্যুতে নিশানা করতে ছাড়েননি মোদি ৷ লালু প্রসাদের সরকারকে টার্গেট করে  তিনি বলেন, ‘আগের সরকারের কমিশন শব্দের প্রতি এতটাই ভালবাসা ছিল যে অন্য কোনওদিকে তারা মন দেয়নি ৷ এনডিএ-র সঙ্গে হাত মিলিয়ে নীতীশ কুমার সরকার গড়ায় সেতুর নির্মাণ সম্পূর্ণ হয় ৷ এর ফলে বিহারবাসীকে ৩০০ কিমি পথ আর ঘুরে যেতে হয় না ৷ কমিশনখোরদের রাজত্বে অপরাধ কোন চরম মাত্রা ছুঁয়েছিল তা বলার অপেক্ষা রাখে না ৷’ জনতার উদ্দেশে তাঁর আহবান, ‘আসুন আমরা আবার এই দুর্নীতিবাজদের হারিয়ে ন্যায়ের সরকার প্রতিষ্ঠা করি ৷’
advertisement
advertisement
দ্বারভাঙার কুশেস্বরের সভা মঞ্চে মোদির মুখে নীতীশ প্রশস্তি শোনা গেলেও জেডিইউ শিবিরকে যথেষ্ট চাপে রেখেছে বিহারের পদ্ম শিবির ৷ সাম্প্রতিক প্রচার হোডিং বা লিফলেটে এনডিএ নীতীশ কুমারের কোনও ছবি তো ছাপেইনি বরং সযত্নে এড়িয়েছে ৷ এদিন দ্বারভাঙাতেই নয়, পটনা ও মুজফ্ফরপুরেও মোদির আরও দুটি সভা রয়েছে ৷ উল্লেখ্য, ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট রয়েছে দ্বারভাঙায় ৷ এখানে ১০ আসনে হবে নির্বাচন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বার বার রামমন্দিরের তারিখ জানতে চাওয়া বিরোধীরাও আজ বাধ্য হয়ে হাততালি দিচ্ছে : মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement