• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্লাস্টিকের দুনিয়ায় ফোটোশুট, ভাইরাল হলেন মুম্বইয়ের তরুণী

প্লাস্টিকের দুনিয়ায় ফোটোশুট, ভাইরাল হলেন মুম্বইয়ের তরুণী

প্লাস্টিকের দুনিয়ায় ঐশ্বর্য ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

প্লাস্টিকের দুনিয়ায় ঐশ্বর্য ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

এ কোন দুনিয়া ! কোন পৃথিবীতে বাস করছি আমরা ? পৃথিবী নাকি প্লাস্টিক ? প্রশ্নটা আরও একবার জোরালো ভাবে তুলে দিলেন তিনি ৷

 • Share this:

  #মুম্বই: এ কোন দুনিয়া ! কোন পৃথিবীতে বাস করছি আমরা ? পৃথিবী নাকি প্লাস্টিক ? প্রশ্নটা আরও একবার জোরালো ভাবে তুলে দিলেন তিনি ৷ সদ্যই ভাইরাল হয়ে গিয়েছে, তাঁর ফোটোশুটের ছবিগুলো ৷ কিন্তু কী এমন বিষেশত্ব ছিল সেই ছবিতে ? ছবির কদর্যতাই আসলে এই ছবির বিশেষত্ব ৷ ছবিগুলোর যেদিকেই চোখ যাক না কেন সর্বত্রই শুধু প্লাস্টি আর ময়লা আবর্জনা ৷ সুন্দরী তরুণীর মুখও যেন ফিকে হয়ে গিয়েছে ছবির ব্যাকগ্রাউন্ডের কাছে ৷ ঐশ্বর্য শর্মা নামে ওই তরুণীর সোশ্যাল হ্যান্ডেলে শুধুই মুম্বইয়ের ছবি ৷ কখনও তা মেরিন ড্রাইভের সৈকত, কখনও আবর্জনার স্তূপ ৷ কিন্তু ছবি যে জায়গারই হোক না কেন, বিষয় সেই একই ৷

  প্রতিটি ছবি পোস্ট করেই প্রশাসনের কাছে ধারালো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ঐশ্বর্য ৷ কখনও হাত ধরে প্লাস্টিকের দুনিয়ায় নিয়ে গিয়েছেন ৷ কখনও বলেছেন, ‘এই জিনিস আমরা রোজই ব্যবহার করি, কিন্তু আমি নিশ্চিত এই দুনিয়ার কথা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেন না ৷’ কোনও ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্লাস্টিকের রাজ্যে আমি একজন বার্বি গার্ল ৷’ প্লাস্টিকের মধ্যে দাঁড়িয়ে পোজ দিয়ে ঐশ্বর্য লিখেছেন, ‘এই ছবি থেকে যে কেউ প্লাস্টিকগুলো সরিয়ে দিতে পারবেন, কিন্তু বাস্তবের পৃথিবীর কী হবে ?’ মেরিন ড্রাইভে সমুদ্রের ঢেউয়ের একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, ঢেউয়ের সঙ্গে আছড়ে পড়ছে ছেঁড়া টুকরো টুকরো অসংখ্য প্লাস্টিক ৷ ক্যাপশনে ঐশ্বর্য প্রশ্ন করেছেন, ‘প্ল্যানেট অউর প্লাস্টিক?’

   
   
  First published: