অবাক কাণ্ড ! ভারতের এই গ্রামে ভোটারের সংখ্যা মাত্র ১ !
Last Updated:
#অরুণাচল প্রদেশ: অরুণাচল প্রদেশের মালোগাম গ্রাম। এক্কেবারে তিব্বত সীমান্তে অবস্থিত এই গ্রামটির যোগাযোগ ব্যবস্থা বলে তেমন কিছু নেই। পাহাড়ের বুক বেয়ে ট্রেকিং করেই যেতে হয় এখানে। আশ্চর্যজনকভাবে এই গ্রামে সকাল সাড়ে ন’টার মধ্যেই একশো শতাংশ ভোট পড়ে গিয়েছে। কীন্তু কীভাবে ? সকাল সাতটায় ভোট শুরু হয়ে সাড়ে ৯টার মধ্যে ভোটদান শেষ! এও আবার হয় নাকি? ছাপ্পা ভোট পড়েনি তো ? স্বাভাবিকভাবেই উঁকি মারে হাজারো প্রশ্ন!
তবে খোলসা করেই বলা যাক! এমনটা সম্ভব হয়েছে কারণ, অরুণাচল প্রদেশের এই গ্রামের কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা মাত্র ১! সকাল সাড়ে ৯ টার সময় এসে তিনি নিজের ভোটটি দিয়ে গিয়েছেন।
৩৯ বছর বয়সী সোকেলা ট্যায়াং। তিনিই মালোগামের একমাত্র নথিভুক্ত ভোটার। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, মালোগামে একটি মাত্র পরিবার বাস করেন। সেই পরিবারে পাঁচ সদস্য। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় মালোগামে নথিভুক্ত ভোটার ছিলেন দু’জন। সোকেলা ট্যায়াং ও তাঁর স্বামী। কিন্তু, এবারে সোকেলার স্বামী তাঁর ভোটটি অন্য কোথাও ট্রান্সফার করিয়ে নিয়েছেন। কাজেই ভোটার মাত্র ১! একমাত্র ভোটার হিসেবে সোকেলার ভোটদান নিশ্চিত করার জন্য পাঁচজন ভোটকর্মী, একজন নিরাপত্তাকর্মী এবং কয়েকজন গাইডকে পাঠানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
advertisement
advertisement
আনজাও জেলার যে এলাকায় মালোগাম অবস্থিত সেখানে কোনও যানবাহন চলাচল করে না। প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হয় সেখানে। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, গ্রামে কোনও স্কুল, বা হাসপাতালের মতো সরকারি জায়গা ছিল না। তাই অস্থায়ী একটি ভোটকেন্দ্রও তৈরি করতে হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2019 2:23 PM IST