বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগার! আছে সঠিক বায়ুচলাচলের ব‍্যবস্থা

Last Updated:

সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটা হলো সঠিক বায়ুচলাচলের অভাব, যার ফলে শৌচাগারের আর্দ্রতা বেড়ে যেতে পারে, দুর্গন্ধ সৃষ্টি হতে পারে আর বিভিন্ন রোগ হওয়ার মতো অনেক সমস্যা তৈরি হতে পারে।

বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগার! আছে সঠিক বায়ুচলাচলের ব‍্যবস্থা
বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগার! আছে সঠিক বায়ুচলাচলের ব‍্যবস্থা
আপনি কি কখনো দুর্গন্ধযুক্ত শৌচাগার (টয়লেট) ব্যবহার করতে চাইবেন? আমাদের মধ্যে বেশিরভাগ লোকই খুব বিপদে না পড়লে এই ধরণের শৌচাগার (টয়লেট) ব্যবহার করবেন না। বর্ষাকালে কোথাও ঘুরতে গেলে রাস্তায় দুর্গন্ধযুক্ত শৌচাগার (টয়লেট) কিন্তু নিয়মিতভাবে দেখা যায়। এর কারণ বর্ষাকালে শৌচাগার (টয়লেট) রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয় – বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে প্রায়ই শৌচাগার (টয়লেট) এবং স্যানিটেশনের সুবিধা অপর্যাপ্ত থাকে বা সেগুলোকে খারাপভাবে তৈরি করা হয়।
এক্ষেত্রে সবথেকে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটা হলো সঠিক বায়ুচলাচলের অভাব, যার ফলে শৌচাগারের আর্দ্রতা বেড়ে যেতে পারে, দুর্গন্ধ সৃষ্টি হতে পারে আর বিভিন্ন রোগ হওয়ার মতো অনেক সমস্যা তৈরি হতে পারে।
বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগারের (টয়লেট) জন্য সঠিক বায়ুচলাচল কেন গুরুত্বপূর্ণ?
যে কোনো শৌচাগারের (টয়লেট) জন্য সঠিক বায়ুচলাচল খুবই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ করে সেই সমস্ত শৌচাগার (টয়লেট) যেখানে বর্ষাকালে বেশি আর্দ্রতা থাকে আর বেশি বৃষ্টিপাত হয় সেখানে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বায়ুচলাচল না থাকলে, নিচে উল্লিখিত সমস্যাগুলো হতে পারে:
advertisement
advertisement
আর্দ্রতা বৃদ্ধি পাওয়া:
বর্ষাকালে চারদিক ভেজা থাকে আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। যখনই শৌচাগারের (টয়লেট) মতো বদ্ধ জায়গায় এই আর্দ্রতা বেড়ে যায়, তখন এটা ছত্রাক (মৌল্ড ও মিল্ডিউ) এবং স্যাঁতসেঁতেভাবের মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। অতিরিক্ত আর্দ্রতা শৌচাগারের (টয়লেট) কাঠামোর ক্ষতি করতে পারে, যেমন ধাতব অংশে জং ধরা, কাঠের জিনিস পচে যাওয়া আর সিমেন্ট বা টাইলসে ফাটল ধরা। আর্দ্রতার ফলে ছত্রাক আর ব্যাকটেরিয়ার জন্য উপযুক্ত প্রজনন ক্ষেত্র তৈরি হয়, যা শৌচাগারের (টয়লেট) গুণমানকে প্রভাবিত করতে পারে আর যাঁরা শৌচাগার (টয়লেট) ব্যবহার করছেন তাঁদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। এই অবস্থাগুলো শুধুমাত্র যে শৌচাগারের (টয়লেট) কাঠামোকেই নষ্ট করে তা নয়, এরসাথে একটা অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি করে যার ফলে শ্বাসকষ্ট এবং অ্যালার্জি হতে পারে।
advertisement
দুর্গন্ধ:
বর্ষাকালের আরো একটা সাধারণ সমস্যা হলো বন্ধ জায়গায় দুর্গন্ধ থাকা। ঠিকভাবে বায়ুচলাচল না করতে পারলে এই সমস্যাটি আরো খারাপ পর্যায়ে চলে যায় কারণ এক জায়গায় স্থির থাকা বাতাস দুর্গন্ধকে দূর করতে পারে না, যার ফলে শৌচাগারে (টয়েলেট) দুর্গন্ধ থেকে যায়। আর্দ্রতা আর সঠিকভাবে বায়ুচলাচল না হওয়ার ফলে এই জায়গায় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্য প্রজনন ক্ষেত্র তৈরি হয়, আর এটা দুর্গন্ধকে আরো বাড়িয়ে তোলে। খারাপ বায়ুচলাচল ব্যবস্থা শৌচাগারের (টয়েলেট) ভিতরে দুর্গন্ধযুক্ত গ্যাস যেমন অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও মিথেনকে আটকে রাখে। শৌচাগারে (টয়েলেট) মানুষের বর্জ্য এবং অন্যান্য জৈব পদার্থের পচনের ফলে এই গ্যাসগুলো তৈরি হয়। এর ফলে যাঁরা শৌচাগার ব্যবহার করছেন তাঁদের অস্বস্তি হতে পারে আর তাঁদের মাথা ঘুরতে পারে বা বমি পেতে পারে, এবং এর ফলে মাছি ও অন্যান্য কীটপতঙ্গও শৌচাগারে আসতে পারে যেগুলোর থেকে রোগ ছড়াতে পারে।
advertisement
স্বাস্থ্যের ঝুঁকি:
সঠিকভাবে বায়ুচলাচল না হলে সেটা আপনার শৌচাগারের (টয়লেট) ভিতরে অক্সিজেনের মাত্রাকে  কমিয়ে দিতে পারে আর কার্বন ডাই অক্সাইডের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে, যার ফলে যাঁরা শৌচাগার (টয়লেট) ব্যবহার করছেন তাঁদের নিশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অসুবিধা হতে পারে আর তাঁদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। এছাড়াও, খারাপ বায়ুচলাচল ব্যবস্থার কারণে ক্ষতিকারক রোগজীবাণু ও রাসায়নিক পদার্থ যেমন ই. কোলাই, সালমোনেলা, নাইট্রেট ও আর্সেনিক যা আপনার শৌচাগারের মধ্যে থাকতে পারে, সেগুলো আপনার সংস্পর্শে আসে। এর ফলে সংক্রমণ, ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং বিষক্রিয়াও হতে পারে।
advertisement
বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগারের (টয়লেট) জন্য কিভাবে সঠিক বায়ুচলাচলের ব্যবস্থা করা যেতে পারে?
কিছু সহজ নির্দেশিকাকে মেনে চলে আর কিছু কম দামী উপকরণ ব্যবহার করে বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগারের (টয়লেট) জন্য সঠিক বায়ুচলাচলের ব্যবস্থা করা যেতে পারে। আপনার শৌচাগারের (টয়লেট) বায়ুচলাচলের ব্যবস্থাকে উন্নত করার জন্য এখানে কিছু টিপস দেওয়া হয়েছে:
advertisement
 
ভেন্ট পাইপ লাগান:
ভেন্ট পাইপ হলো একটা লম্বা পাইপ যেটাকে সোজাভাবে দাঁড় করানো হয় আর এটা আপনার পায়খানার ট্যাঙ্কের ভিতর থেকে ছাদের উচ্চতার থেকে কিছুটা উপর পর্যন্ত লম্বা হয়। এটা বর্জ্যের কারণে তৈরি হওয়া গ্যাসকে শৌচাগারের ভিতরে জমা হওয়ার পরিবর্তে উপর দিয়ে বাইরে বার করে দেয়। ভেন্ট পাইপ শৌচাগারের মধ্যে থাকা বাতাসকে কিছুটা খালি করে দেয় যার ফলে খোলা দরজা বা জানালা দিয়ে শৌচাগারের মধ্যে তরতাজা হাওয়া ঢোকে। এটা শৌচাগারের ভিতরের দুর্গন্ধ কমাতে আর অক্সিজেনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। কোন উপকরণ পাওয়া যাচ্ছে আর সেটাকে কেনার ক্ষমতা আছে কিনা তার উপর নির্ভর করে ভেন্ট পাইপ পিভিসি, ধাতু বা বাঁশ দিয়ে তৈরি করা যেতে পারে। ভেন্ট পাইপের ব্যাস কমপক্ষে 10 সেমি (4 ইঞ্চি) হওয়া উচিত, আর পাখি বা পোকামাকড় যাতে এর মধ্যে ঢুকতে না পারে তার জন্য এটার উপরে একটা জাল লাগানো উচিত।
advertisement
এক্সহস্ট  ফ্যান লাগান:
একটা ফ্যান লাগালে সেটা আপনার শৌচাগারের (টয়লেট) বায়ুচলাচলকে বাড়িয়ে তোলে আর গ্যাসকে তাড়াতাড়ি বাইরে বার করে দিয়ে আরো ভালোভাবে বায়ুচলাচল করতে সাহায্য করতে পারে। এক্সহস্ট  ফ্যান দুর্গন্ধযুক্ত হাওয়া আর অতিরিক্ত আর্দ্রতাকে দূর করার জন্য ভীষণভাবে কার্যকরী। যাতে সবথেকে বেশি করে বায়ু চলাচল করতে পারে তার জন্য সেগুলোকে ঠিকভাবে ঠিক জায়গায় লাগান আর এটা নিশ্চিত করুন যে সেগুলোকে যেন নিয়মিতভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়।
 
ক্রস-ভেন্টিলেশন তৈরি করুন:
ক্রস-ভেন্টিলেশন হলো দুটো বা ততোধিক খোলা জায়গা যা একে অপরের বিপরীতে বা সমকোণে থাকে, যার মাধ্যমে একটা স্থান জুড়ে বায়ু চলাচল করতে পারে। ক্রস-ভেন্টিলেশন আপনার শৌচাগারকে (টয়েলেট) ঠান্ডা করতে আর দুর্গন্ধ ও আর্দ্রতাকে আরো কার্যকরীভাবে দূর করতে সাহায্য করে। ক্রস-ভেন্টিলেশন তৈরি করতে, আপনার শৌচাগারের (টয়েলেট) দেয়াল বা ছাদে কমপক্ষে দুটো খোলা জায়গা থাকতে হবে, যেগুলোর একটা আরেকটার বিপরীত দিকে মুখ করে থাকবে। এই খোলা জায়গাগুলো দরজা, জানালা, লুভার, বা ভেন্ট হতে পারে। এগুলো এতটা বড় আকারের হওয়া উচিত যাতে এগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল করতে পারে, কিন্তু এগুলো ততটাও বড় হওয়া উচিত নয় যাতে গোপনীয়তা নষ্ট হয় বা নিরাপত্তার কোনো ক্ষতি হয়। আপনাকে এই জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে আর এটাও খেয়াল রাখতে হবে যে এই জায়গাগুলোকে যাতে পর্দা, আসবাবপত্র বা গাছপালার মতো জিনিস দিয়ে আটকে না দেওয়া হয়। জানালা বা স্কাইলাইটের (এক প্রকার ঘুলঘুলি) মাধ্যমে প্রাকৃতিক বায়ুচলাচল এক্সহস্ট ফ্যানের পরিপূরক হিসেবে কাজ করে আর এর থেকে তরতাজা হাওয়া শৌচাগারে (টয়েলেট) ঢুকতে পারে। ক্রস-ভেন্টিলেশনের জন্য এই খোলা জায়গাগুলোর অবস্থান যেন সঠিকভাবে করা হয় সেই বিষয়ে খেয়াল রাখুন।
পরিচ্ছন্নতা বজায় রাখা:
নিয়মিতভাবে শৌচাগারকে (টয়েলেট) পরিষ্কার রাখা আর জীবাণুমুক্ত করা হলো ছত্রাকের (মৌল্ড ও মিল্ডিউ) বৃদ্ধিকে রোধ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। জীবাণুর বৃদ্ধির সম্ভাবনাকে কমাতে জায়গাগুলোকে শুকনো রাখুন এবং ভিজেভাব থেকে মুক্ত রাখুন।
শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে যে ফাঁকগুলো রয়েছে
বিশেষ করে গ্রামীণ ভারতের কিছু অংশে, যেখানে ‘বাড়ির ভিতরে’ শৌচাগার (টয়লেট) হলো একটা নতুন ব্যাপার, সেখানে কিভাবে শৌচাগার পরিষ্কার রাখতে হয় তা জানানোর জন্য তাঁদের সেই বিষয়ে ভালোভাবে শেখাতে হবে। এটা কোনো ছোটোখাটো সমস্যা নয়, স্বচ্ছ ভারত মিশনে মুখ্যমন্ত্রীদের সাব-গ্রুপও লক্ষ্য করছেন যে শৌচাগার (টয়লেট) তৈরি করা হলো এই কাজের অর্ধেক মাত্র। শৌচাগার ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও আমাদেরকে আচরণগত পরিবর্তন আনতে হবে। এটা তখনই সবথেকে কার্যকরীভাবে করা যাবে, যখন জনগণকে এই বিষয়ে শিক্ষা দেওয়া হবে।
সৌভাগ্যবশতঃ, ভারতে হারপিকের মতো নেতৃস্থানীয় ব্র্যান্ডগুলো, ভালো শৌচালয় স্বাস্থ্যবিধির অভ্যাস আর সামগ্রিকভাবে স্বচ্ছতার প্রচারের জন্য কার্যকরী যোগাযোগ কৌশল প্রয়োগ করেছে। হারপিক স্বচ্ছতা এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে উদ্ভাবনী আর চিন্তা ভাবনাকে উদ্দীপিত করে এমন প্রচারাভিযান এবং আউটরিচ প্রোগ্রাম তৈরি করার উদ্যোগ নিয়েছে।
এরা মিশন স্বচ্ছতা অর পানি উদ্যোগের জন্য নিউজ 18-এর সাথেও হাত মিলিয়েছে, যা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার জন্য এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক পরিস্থিতি তৈরি করতে সমস্ত সঠিক স্টেকহোল্ডারকে এক জায়গায় একত্রিত করছে। মিশন স্বচ্ছতা অর পানি হলো একটা আন্দোলন যেটা ব্যাপকভাবে স্বচ্ছতাকে সমর্থন করে আর প্রত্যেকের পরিষ্কার শৌচাগারে যাওয়ার অধিকার রয়েছে সেটাকে নিশ্চিত করে। এটা সমস্ত লিঙ্গ, যোগ্যতা, বর্ণ বা জাতির জন্য সমান অধিকারের সমর্থন করে ও এর প্রচার করে এবং দৃঢ়ভাবে এই বিষয়টার উপর জোর দেয় যে শৌচাগার পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। হারপিক আর নিউজ 18 এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করছে।
মিশন স্বচ্ছতা অর পানি, শৌচাগার (টয়লেট) এবং স্যানিটেশন ব্যবস্থাকে কিভাবে উন্নত করবেন সেই বিষয়ে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যের একটা দুর্দান্ত ভান্ডার হিসেবে কাজ করে – একদম ছোটোখাটো বিষয়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। এখন এতে শুধুমাত্র আপনার অংশগ্রহণের প্রয়োজন আছে।
আপনি কিভাবে একটা স্বচ্ছ এবং সুস্থ ভারতের দিকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য  করতে পারেন সেই ব্যাপারে বিশদে  জানতে এখানে আমাদের সাথে যোগ দিন।
বাংলা খবর/ খবর/দেশ/
বৃষ্টির জলকে আটকাতে পারে এই ধরণের শৌচাগার! আছে সঠিক বায়ুচলাচলের ব‍্যবস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement