Indian Railways: বিমান নয়, এক ট্রেনে বাংলা থেকে সোজা ভুটান! বেড়ানোর খরচ কমে হচ্ছে অর্ধেক, জানুন রুট

Last Updated:

Indian Railways: সড়কপথে অনেকটা পথ ঘুরে, পকেটের টাকা বেশি খরচ করে যেতে হবে না ভুটানে। ট্রেনে চেপে খুব সহজেই চলে যেতে পারবেন ভুটান। কমবে খরচ। 

+
ভুটান

ভুটান

আলিপুরদুয়ার, অনন্যা দে: এবারে বিমানে চেপে বা সড়কপথে অনেকটা পথ ঘুরে, পকেটের টাকা বেশি খরচ করে যেতে হবে না ভুটানে। ট্রেনে চেপে খুব সহজেই চলে যেতে পারবেন ভুটান। কমবে খরচ। প্রতিবেশী দেশ ভুটানকে রেল পথে জুড়তে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। ইতিমধ্যেই অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু  পর্যন্ত ৬৯ কিলোমিটার ও  জলপাইগুড়ির বানারহাট থেকে সামচে ভুটান পর্যন্ত ২০ কিলোমিটার রেল পথ তৈরির জন্য ৪০৩৩ কোটি টাকা মঞ্জুর করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড।
রেলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং। এছাড়াও জেলার কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় দুটি লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে রেলওয়ে ওভার ব্রিজ তৈরির পূর্ণাঙ্গ প্রস্তাব ব্যায় বরাদ্দসহ রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। সঙ্গে তিনি নিশ্চিত করেন যে আগামী ২০২৭ সালের মধ্যেই শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মাণ রেল পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তিনি বলেন, “ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব রূপে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেল পথে দেশকে জোড়ার কাজ শেষ হয়ে গেলে দুই দেশের আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়নের জোয়ার আসবে। আর সামচে ভুটানেও একটি আন্তর্জাতিক মানের শিল্প শহর গড়ার কাজ শুরু করেছে প্রতিবেশী দেশ ভুটান। ফলে প্রতিবেশী দেশের ওই দুই প্রধান শিল্প নগরীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হয়ে গেলে উত্তর-পূর্ব সীমান্ত রেলে এক নতুন দিগন্ত খুলে যাবে।”
advertisement
আরও পড়ুনঃ কোলাহল ছেড়ে নির্জনতা! রিকিসুমে প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলন! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
প্রথমে পণ্যবাহী এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানা গিয়েছে। অসমের কোকরাঝাড় থেকে মিলবে ট্রেন এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে মিলবে ট্রেন।দুই প্রকল্পের জন্য মোট ৪০৩৩ কোটি টাকা আলিপুরদুয়ার ডিভিশনের হাতে তুলে দিয়েছে রেল বোর্ড। দ্রুত সার্ভের কাজ শেষ করে রেল লাইন পাতার কাজ শুরু করা হবে বলে জানা যায়। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল।রেল দফতরের কাছে  দাবি রাখা হয়েছে যাতে পরবর্তী ধাপে হাসিমারা থেকে জেলার সীমান্ত শহর জয়গাঁ হয়ে আরও একটি রেল লাইনের মাধ্যমে ফুন্টসোলিংকেও জোড়া হয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বিমান নয়, এক ট্রেনে বাংলা থেকে সোজা ভুটান! বেড়ানোর খরচ কমে হচ্ছে অর্ধেক, জানুন রুট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement