Delhi Election Results 2020: 'বিজলি-পানি-সড়কের জয়, নতুন রাজনীতির জন্ম,' কেজরিওয়াল বলতেই উল্লাস জনতার
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
Delhi Election Results 2020: এ দিন দিল্লি জয় নিশ্চিত হতেই সকালে দলীয় কার্যালয়ে পৌঁছে যান কেজরিওয়াল৷ বেলা গড়াতেই আপ সমর্থকরা মোটামুটি উল্লাস শুরু করে দিয়েছিলেন৷ আপ-এর অফিসে তখন লাড্ডু বিলি চলছে৷
#নয়াদিল্লি: 'দিল্লিওয়ালোঁ গজব কর দিয়া আপ নে৷ আই লাভ ইউ৷' বিপুল ভোট নিয়ে হ্যাটট্রিক জয়ের পর আপ সুপ্রিমো মাইক হাতে এই কথা বলতেই উল্লাসে ফেটে পড়ল জনতা৷ মুহূর্তেই বোঝা গেল, দিল্লিতে এই মুহূর্তে কেজরিওয়ালের জনপ্রিয়তার ধারেকাছে কেউ নেই৷ একই সঙ্গে বললেন, 'মঙ্গলবার হনুমানজির দিন৷ আজ আমার স্ত্রীরও জন্মদিন৷'
AAP chief Arvind Kejriwal: This is the day of Lord Hanuman who has blessed the people of Delhi. We pray that Hanuman Ji keeps showing the right path to us so that we continue to serve people for the next five years. #DelhiElectionResults pic.twitter.com/sXA2nA27uo
— ANI (@ANI) February 11, 2020
advertisement
advertisement
ফের সরকার গড়ার বিশাল জনমত পেয়ে বিকেলে জনতার সামনে বক্তব্য রাখলেন কেজরিওয়াল৷ বললেন, 'আমি আপনাদের ভালোবাসি৷ মানুষকে ধন্যবাদের ভাষা নেই৷ ঘরের ছেলেকে জেতাল দিল্লি৷ এই জয় দিল্লির মানুষের জয়৷ দিল্লির নয়, দেশের জয়৷ বিজলি, পানি, সড়কের জয়৷'
#WATCH Delhi: AAP chief Arvind Kejriwal at the party office says, "Dilli walon ghazab kar diya aap logon ne! I love you." #DelhiElectionResults pic.twitter.com/8LeW9fr4EL
— ANI (@ANI) February 11, 2020
advertisement
এ দিন দিল্লি জয় নিশ্চিত হতেই সকালে দলীয় কার্যালয়ে পৌঁছে যান কেজরিওয়াল৷ বেলা গড়াতেই আপ সমর্থকরা মোটামুটি উল্লাস শুরু করে দিয়েছিলেন৷ আপ-এর অফিসে তখন লাড্ডু বিলি চলছে৷ কেজরিওয়ালকে অভিনন্দন জানাতে পৌঁছে গিয়েছেন দলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও৷
কেজরিওয়াল বললেন, 'কাজের রাজনীতির জন্ম হল৷ এই রাজনীতিই ২১ শতকের রাজনীতি৷ আগামী ৫ বছর আরও কাজ হবে৷ সব কাজ আমি একা পারবো না৷ আপনারা কাজ করবেন তো?' কেজরিওয়ালের প্রশ্ন শেষ হতেই, জয়োধ্বনিতে ফেটে পড়ল জনতা৷ কেজরি বললেন, 'আসুন নতুন দিল্লি গড়ি৷'
advertisement
নেপথ্যে তখন বাজছে, একটি গান৷ 'লগে রহো, লগে রাহো, লাগে রহো কেজরিওয়াল...৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 4:31 PM IST