Home /News /national /
প্রকাশ্যে এল ২০০ টাকা নোটের ছবি

প্রকাশ্যে এল ২০০ টাকা নোটের ছবি

এবার প্রকাশ্যে এল এই নতুন নোটের ছবি ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ৫০০, ২০০০ টাকার নোটের পর এবার ২০০ টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ শীঘ্রই বাজারে আসছে এই নতুন নোট বলে জানা গিয়েছে ৷ এবার প্রকাশ্যে এল এই নতুন নোটের ছবি ৷

  ২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। নতুন ১০০০ টাকার নোট নিয়ে জল্পনা দেখা দিলেও সম্প্রতি কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই বাজারে আসছে না ১০০০ টাকার নোট ৷

  খবর ছড়িয়ে যায়, ১০০০ এর বদলে এবার খুচরোর সমস্যা সমাধানের জন্য নতুন ২০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানা গিয়েছিল, মার্চ মাসে আরবিআই বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকারের তরফ থেকে অনুমতি মিললেই জুন মাসের পর থেকে নতুন নোট ছাপার কাজ শুরু করা হতে চলেছে ৷

  প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে এই নতুন ২০০ টাকার নোটেও রয়েছে নতুন সিকিউরিটি ফিচার ৷ সহজে জাল করা যাবে না এই নোট বলেও দাবি করা হয়েছে ৷ নতুন ২০০০ ও ৫০০ টাকার মতোই এর ডিজাইন ৷ রঙ নীলচে ৷ বাকি নোট দুটির মতো এতেও দেবনাগরীতে নোটের মূল্য লেখা রয়েছে ৷ কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে RBI জানিয়েছে এসবই ভুঁয়ো ৷

  ২০০ টাকার নোট আনার কোনও পরিকল্পনা রির্জাভ ব্যাঙ্কের নেই ৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ২০০ টাকার নোটের ছবি নিতান্তই ফটোশপের কারসাজি ৷

  এর কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল প্রত্যেক তিন থেকে চার বছর অন্তর বিশেষ সুরক্ষা চিহ্ন বদলের কথা ভাবা হচ্ছে ৷ ৮ নভেম্বর ২০১৬ সালে কালো টাকা দূর করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু নোট বাতিলের পরবর্তী সময়েও দেশ থেকে জাল নোটের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব হয়নি। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ নোটগুলি এত নিখুঁতভাবে জাল করা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে তা যাচাই করা প্রায় অসম্ভব ৷ সীমান্ত ধরে ভিনদেশ থেকে ভারতে নোট পাচার হওয়ারও অভিযোগ উঠেছে। জাল নোট রুখতেই নিরাপত্তা বৈশিষ্ট্যে পরিবর্তন আনার কথা ভাবা হয়।

  First published:

  Tags: 200 rupee note, New 200 Rupee Note, RBI, Reserve Bank of India

  পরবর্তী খবর