রেল স্টেশনই যেন এয়ারপোর্ট ! IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জ দেখলে চমকে যাবেন

Last Updated:
#নয়াদিল্লি: দেশে বিমান যাত্রীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি খুব একটা কমেনি রেলযাত্রীর সংখ্যাও ৷ রেলে দীর্ঘ যাত্রার কথা ভেবে হয়তো অনেকেরই এখন কান্না পায় ৷ লো কস্ট বিমানসংস্থাগুলিরই এখন তাই দেশের বাজারে রমরমা ৷ কিন্তু কম দামে গন্তব্যে পৌঁছনোর এখনও সেরা মাধ্যম সেই ট্রেনই ৷
রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো দেশের প্রিমিয়াম ট্রেনগুলিতে সেরা পরিষেবা দিতে কেন্দ্রীয় রেলমন্ত্রক খাবার থেকে শুরু করে অনেক ব্যবস্থাই ঢেলে সাজিয়েছে ৷ তেমনি জনপ্রিয়তা বাড়ছে রেলের এক্সিকিউটিভ লাউঞ্জগুলিরও ৷ নয়াদিল্লি (NDLS) রেল স্টেশনে ২০১২ সালেই উদ্বোধন হয়েছিল এই বিলাসবহুল এক্সিকিউটিভ লাউঞ্জের ৷ এরপর আগরা, বিজয়ওয়াড়ার মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনেই যাত্রীদের সুবিধায় এক্সিকিউটিভ লাউঞ্জ তৈরি করেছে Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) ৷ নয়াদিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাছে আজমেরি গেটের এন্ট্রান্সের সামনেই এই এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে ৷ রেক্লাইনার সিট, ট্রেন সম্পর্কে ঘোষণা, টেলিভিশন, সংবাদপত্র, ওয়াইফাই থেকে শুরু করে বাফেট লাঞ্চ-ডিনার এবং স্ল্যাক্স সব ব্যবস্থাই এখানে রয়েছে যাত্রীদের জন্য ৷
advertisement
Photo Courtesy: IRCTC Photo Courtesy: IRCTC
advertisement
ট্রেনের অপেক্ষায় ওয়েটিং রুম বা রিটায়ারিং রুমের ব্যবস্থা সবসময়েই ছিল ৷ কিন্তু এয়ারপোর্টের ধাঁচে এক্সিকিউটিভ লাউঞ্জ ট্রেন স্টেশনেও তৈরি হয়েছে মাত্র কয়েক বছরই আগেই ৷ যাত্রীরা এই লাউঞ্জ বুক করতে IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি স্পট বুকিংও করতে পারেন ৷ দু’ঘণ্টার জন্য মাত্র ১৯৫ টাকায় এই লাউঞ্জে এন্ট্রি বুকিং করা যাবে ৷ সঙ্গে পাওয়া যাবে চা বা কফিও ৷ এরপর আরও বেশি সময় থাকার জন্য ঘণ্টা প্রতি ৬৫ টাকা করে দিতে হবে ৷
advertisement
Photo Courtesy: IRCTC Photo Courtesy: IRCTC
বিমানবন্দরের ফার্স্ট ক্লাস লাউঞ্জের মতো এখানে যাত্রীদের জন্য স্নান এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে ৷ এর জন্য অবশ্যই অতিরিক্ত কিছু টাকা দিতে হবে ৷ স্নানের জন্য প্রয়োজন ১৯৫ টাকা ৷ বাথরুমে গরম-ঠাণ্ডা জলের পাশাপাশি আইআরসিটিসি-র তরফে আপনাকে একটা বিশেষ ‘অ্যামেনিটি কিট’ দেওয়া হবে ৷ যাতে থাকবে ব্র্যান্ডেড শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার, তোয়ালে থেকে শুরু করে শাওয়ার ক্যাপ সবকিছুই ৷ প্রতিবন্ধী এবং বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থাও রয়েছে এই লাউঞ্জে ৷
advertisement
Photo Courtesy: IRCTC Photo Courtesy: IRCTC
ওয়াই-ফাইয়ের পাশাপাশি একটি মিনি-সাইবার ক্যাফেরও ব্যবস্থা রয়েছে লাউঞ্জে ৷ প্রতি আধ ঘণ্টা নেট সার্ফিংয়ের জন্য লাগবে ৩০ টাকা ৷ থাকছে এন্টারটেনমেন্টের জন্য ৪২ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং রেলের সময়সূচি এবং অবস্থান জানার জন্য স্ক্রিনও ৷ তাই ট্রেন ধরার আগে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে বা দাঁড়িয়ে না থেকে এক্সিকিউটিভ লাউঞ্জের আরাম কেদারায় শুয়ে বসেই বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা ৷ এর পাশাপাশি বাফেট লাঞ্চ বা ডিনারেও থাকছে এলাহি ব্যবস্থা ৷ সামান্য কিছু টাকার বিনিময় একেবারে পাঁচতারার ধাঁচের খাবার খেতে পারবেন লাউঞ্জ ব্যবহারকারী যাত্রীরা ৷ মেনুতে থাকছে ভেজ এবং নন ভেজ মিলিয়ে ফাইভ কোর্স মিলই ৷ স্যুপ, রুটি, দু’ধরণের ভেজ আইটেম, নন ভেজ মেন কোর্স, দই, স্যালাড এবং মিষ্টি ৷ স্ল্যাক্সে থাকছে কাটলেট, স্যান্ডউইচের পাশাপাশি আরও অনেক কিছু ৷ কখন কী খাবার পাওয়া যাবে এবং দামের তালিকা দেখে নিন নীচে ৷
advertisement
ব্রেকফাস্ট – সকাল ৫:৩০টা থেকে ১১টা, ভেজ- ১৬৮ টাকা, নন ভেজ- ২১০ টাকা
লাঞ্চ- দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত ৷ ভেজ- ২৬২ টাকা, নন ভেজ- ৩১৫ টাকা
ডিনার- সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত ৷ ভেজ - ২৬২ টাকা, নন ভেজ- ৩১৫ টাকা
বাংলা খবর/ খবর/দেশ/
রেল স্টেশনই যেন এয়ারপোর্ট ! IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জ দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement