একজন নির্দোষকে রাজনৈতিক স্বার্থের জন্য হেনস্থা করা হচ্ছে, জানালেন রবার্ট ভঢ়রার আইনজীবী
Last Updated:
#নয়াদিল্লি: দীর্ঘ জেরার পর অবশেষে ইডি অফিস ছেড়েছেন রবার্ট ভঢ়রা । আর্থিক দুর্নীতির অভিযোগে আজই তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । তারপরই এই নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন ভঢ়রার আইনজীবী সুমন জ্যোতি খৈতান।
Delhi: Robert Vadra leaves from the Enforcement Directorate office after questioning in connection with a money laundering case. pic.twitter.com/FtSidnpGJ8
— ANI (@ANI) February 6, 2019
advertisement
রবার্ট ভঢ়রা নির্দোষ ও তিনি কোনও ভুল করেননি । কেন্দ্র ইচ্ছাকৃতভাবে তাঁকে হেনস্থা করার জন্য এই কাজ করেছে ও এর নেপথ্যে তাঁদের রাজনৈতিক স্বার্থই রয়েছে, অভিযোগ খৈতানের । এর আগেও জয়পুরে তাঁকে হেনস্থা করা হয়েছিল ও আদালতে আপিল করার পর তাঁকে সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল । সেই কারণেই নয়া পরোয়ানা জারি করেছে ইডি, জানিয়েছেন ভঢ়রার আইনজীবী ।
advertisement
ইডি যখন পরোয়ানা জারি করে সেই সময় নিজের মেয়ের চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন ভঢ়রা ও কোনও কিছুর সম্ভাবনা রয়েছে আঁচ করে তিনি নিজে থেকেই আদালতে গিয়েছিলেন ও জানিয়েছিলেন তিনি ইডির সামনে হাজির হবেন । এই হাজিরার তারিখও তিনি নিজেই জানতে চেয়েছিলেন, সংবাদমাধ্যমকে জানিয়েছেন খৈতান।
আদালত আজকের তারিখ দেয় ও নিজে থেকেই তিনি ইডির সামনে হাজির হয়েছেন । কোনও কারণ ছাড়াই ইডি তাঁকে ডেকে পাঠায় । আলাদা পরোয়ানা জারি না করেই ইডি তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেয় ও এর থেকেই স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মক্কেলকে টার্গেট করা হচ্ছে, জানিয়েছেন খৈতান।
advertisement
#RobertVadra's lawyer Suman Jyoti Khaitan : He has given an undertaking that he will appear (before Enforcement Directorate) when summoned. pic.twitter.com/OHKBr86IYZ — ANI (@ANI) February 6, 2019
তবে ইডি তলব করবে আবারও হাজির হবেন রবার্ট বঢ়রা ও ইডির কোনও আইনই তিনি লঙ্ঘন করেননি । তিনি অত্যন্ত ভদ্রলোক ও আইন মেনে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন ও সহযোগীতা করবেন, মন্তব্য খৈতানের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2019 10:56 PM IST