চলতি অধিবেশনে আপাতত বাদ, শীতকালীন অধিবেশনে ফের ফিরবে প্রশ্নোত্তর, স্পষ্ট করল লোকসভা সচিবালয়

Last Updated:

প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়ার অর্থ সংসদে কোনও প্রশ্ন করতে পারবেন না বিরোধীরা ৷ এর জেরেই এই বিধি পরিবর্তন নিয়ে সমালোচনায় মুখর হন বিরোধীরা ৷

#নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে সংসদে অধিবেশন ৷ করোনা কাঁটায় বদল সংসদের নিয়মে ৷ সংসদের বাদ অধিবেশন নিয়ে সরকারের কিছু সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক ৷ এবার প্রশ্নোত্তর পর্ব ছাড়াই বাদল অধিবেশন ৷ একইসঙ্গে কমছে জিরো আওয়ারের সময়ও ৷ এই নিয়েও শুরু বিতর্ক ৷ তারই জেরে এদিন ফের বিবৃতি প্রকাশ করে লোকসভা সচিবালয় জানিয়েছে করোনা পরিস্থিতির সাবধানতার জেরেই এই সাময়িক পরিবর্তন ৷ চলতি অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকলেও শীতকালীন অধিবেশনে ফের থাকবে প্রশ্নোত্তর পর্ব ৷
প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়ার অর্থ সংসদে কোনও প্রশ্ন করতে পারবেন না বিরোধীরা ৷ এর জেরেই এই বিধি পরিবর্তন নিয়ে সমালোচনায় মুখর হন বিরোধীরা ৷ কোয়েশ্চেন আওয়ার বাতিলের ব্যাখায় লোকসভা সচিবালয় জানিয়েছে, করোনা পরিস্থিতিতে এক বা দু’দিনের জন্য প্রশ্নোত্তর পর্ব করানো সম্ভব হলেও একটানা ১৮ দিন ধরে তা করা এই পরিস্থিতিতে অসম্ভব ৷ তবে সচিবালয়ের তরফে জানানো হয়েছে, এর পরিবর্তে সরকার আসন্ন অধিবেশনে প্রতিদিন ১৬০টি প্রশ্নের লিখিত জবাব দেবে অর্থাৎ প্রতি সপ্তাহে কেন্দ্রকে ১,১২০ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে ৷
advertisement
তবে সরকারের এই ব্যাখা মানতে নারাজ বিরোধীরা ৷ তাদের দাবি, করোনা পরিস্থিতির আড়ালে কৌশলে বিরোধীদের অধিকার খর্ব করতে চাইছে সরকার ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতায় সরব কংগ্রেসের অধীর চৌধুরি থেকে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন ৷
advertisement
শুধু কোয়েশ্চেন আওয়ারই নয়, সংসদ চলাকালীন দূরত্ব বিধি মানতে বিপুল সংখ্যায় আধিকারিকদের উপস্থিত থাকার অনুমতি এবার দেওয়া হচ্ছে না ৷ এবছর প্রশ্নোত্তর পর্ব বা কোয়েশ্চেন আওয়ার বাদ পড়লেও, যথারীতি থাকছে জিরো আওয়ার ৷ তবে জিরো আওয়ারের সময় কমিয়ে ৩০ মিনিট করা হয়েছে ৷
advertisement
এছাড়াও, সাংসদদের অবশ্যই মেনে চলতে হবে কোভিড বিধি ৷ অধিবেশনে যোগদানের বাহাত্তর ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ৷ সূত্রের খবর, এবছর বাদল অধিবেশনে কোনও বিরতি ছাড়াই সংসদের দুই কক্ষ চলবে ৷ এমনকি, শনি ও রবিবারও ছুটি থাকবে না অধিবেশনে ৷
১৯৫০ সালের পর এই প্রথমবার সংসদের অধিবেশনে কোনও কোশ্চেন আওয়ার থাকছে না। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ প্রথম দিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে লোকসভা ৷ রাজ্যসভা চলবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৷ ১৪ সেপ্টেম্বরের পরে রাজ্যসভার অধিবেশন শুরু হবে সকাল ৯টা থেকে, শেষ হবে দুপুর ১টায় ৷ লোকসভা শুরু হবে দুপুর ৩টেয় শেষ হবে সন্ধে ৭টায় ৷ অর্থাৎ সংসদের উভয় কক্ষেই প্রতিদিন চারঘণ্টা অধিবেশন হবে ৷ এবছর বাদল অধিবেশন শেষ হবে পয়লা অক্টোবর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চলতি অধিবেশনে আপাতত বাদ, শীতকালীন অধিবেশনে ফের ফিরবে প্রশ্নোত্তর, স্পষ্ট করল লোকসভা সচিবালয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement